হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহামেডানকে ৮ রানে হারাল আবাহনী
১ মে ২০২৩ ১৯:২৬
জয়ের জন্য শেষ ২৯ বলে ৩৯ রান লাগত মোহামেডানের। শুভগত হোম চৌধুরী ও আরিফুল হক যেভাবে ব্যাটিং করছিলেন তাতে মনে হচ্ছিল মোহামেডানের জয়টা খু্বই সম্ভব। কিন্তু তখনই ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে সর্বনাশটা করলেন ১৪ বলে ৩ ছক্কায় ২৬ রান করা আরিফুল হক। আফিফ হোসেন ধ্রুবর সরাসরি থ্রোয়ে সপ্তম ব্যাটার হিসেবে রান আউট হয়ে ফিরে গেলেন আরিফুল। মোহামেডানও আর শেষের হিসেব মিলাতে পারেনি।
শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫০ রানে থেমেছে মোহামেডান। যাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের লড়াইয়ে ৮ রানের জয় পেয়েছে আবাহনী। দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাবের লড়াইয়ে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছিল আবাহনী।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আবাহনীর জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আগে ব্যাটিং করে ৭০ বলে ৬৩ রান করা মোসাদ্দেক পরে ৫১ রান খরচায় নিয়েছেন তিন উইকেট।
সোমবার (১ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি আবাহনীর। ৪৩ রানে তিন উইকটে হারিয়ে ফেলেছিল দলটি। সেখান থেকে আবাহনী আড়াইশর ওপারে গেল মোসাদ্দেক আর উইকেটরক্ষক জাকের আলীর প্রতিরোধে।
ফর্মে থাকা জাকের ৮২ বলে ৬৩ রান করেছেন ৬টি চার ১টি ছয়ের সাহায্যে। মোসাদ্দেক ৭০ বলে ৬৩ রান করেছেন ৩টি করে চার-ছয় মেরে। আবাহনীর পক্ষে ৩৬ রান করেছেন আফিফ হোসেন ধ্রুব।
পরে জবাব দিতে নেমে মোহামেডানও শুরুতে ধুঁকেছে। ১২ রানে তিন উইকেট পতন হয়েছে দলটির। তারপর মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদউল্লাহ, আরিফুল ইসলাম হাল ধরেছেন। অনেকক্ষণ উইকেটে ছিলেন মাহিদুল অঙ্কন। মিডিল অর্ডারে রান তুলেছেন মাহমুদউল্লাহ। কিন্তু শেষের হিসেবটা মেলাতে পারেনি মোহামেডান।
অঙ্কন ১১৩ বলে ৬টি চার ৩টি ছয়ে ৮৮ রান করেছেন। মাহমুদউল্লাহ ৬৩ বলে ৫টি চারে ৫৪ রান করেছেন। আরিফুল ইসলাম ৫৯ বলে করেন ৩০ রান।
সারাবাংলা/এসএইচএস