বোলিং দাপটে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিশাল জয়
১ মে ২০২৩ ২১:২৩ | আপডেট: ১ মে ২০২৩ ২৩:২৫
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে সুপার লিগের শুরুটা দারুণ হলো গাজী গ্রুপ ক্রিকেটার্সের। সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে দলটি। আগে বোলিং করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৮৯ রানেই গুটিয়ে দিয়ে জয়ের রাস্তা পাকা করে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
সোমবার (১ মে) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে বোলিং করতে নেমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটারদের চোখে ‘সর্ষে ফুল’ দেখিয়েছেন গাজী গ্রুপের দুই বোলার টিপু সুলতান ও জয়নুল ইসলাম।
৩৩.২ ওভারে ৮৯ রানেই গুটিয়ে গেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলটির পক্ষে সর্বোচ্চ ২২ রান করেছেন ওপেনার সাইফ হাসান। জয়নুল ইসলাম ৮.২ ওভারে মাত্র ২৩ রান খরচায় নিয়েছেন চার উইকেট। টিপু সুলতান ৬ ওভারে ২১ রানে তিন উইকেট নিয়েছেন।
পরে জবাব দিতে নেমে জবাব দিতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সও অবশ্য প্রত্যাশামতো রান তাড়া করতে পারেনি। ৮৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। ৫৫ বলে ৪৫ রান করে গাজী গ্রুপের জয়টা সহজ করে দিয়েছেন ওপেনার মেহেদি মারুফ। ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য ৯২ রান তুলে ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এদিকে, লিগে দিনের অপর ম্যাচে দারুণ জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। শাহাদত হোসেন ও জাকির হাসানের জোড়া সেঞ্চুরিতে আগে ব্যাটিং করে ৩৩০ রান তুলেছিল প্রাইম ব্যাংক। পরে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৫৭ রানেই গুটিয়ে গেলে ১৭৩ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
শাহাদত হোসেন ১১৯ বলে ১০টি চারের সাহায্যে ১০৪ রান করেন। জাকির হাসান ১০৬ বল ১৩টি চারের সাহায্যে ১০৬ রান করেছেন।
সারাবাংলা/এসএইচএস