Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শর্ত দিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
৭ মে ২০২৩ ১৪:৩৩

চলতি বছরের অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শুরুর আগে রয়েছে এশিয়া কাপের আসরও। আর সেখানে বেধেছে যত সমস্যা। এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে নারাজ ভারত আর তাই বেঁকে বসেছে পাকিস্তানও। এই নিয়েই দুই পক্ষের মধ্যে চলছে আলোচনা। আর তার সমাধানে পাকিস্তান জুড়ে দিয়েছে নতুন এক শর্ত। সেই শর্ত পূরণ হলেই কেবল ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবে পাকিস্তান।

ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানা পোড়েনের কারণে দুই দেশের মধ্যকার সকল ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন হয়েছে। কেবল বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া দুই দলের মধ্যে হয় না কোনো ধরনের ক্রিকেট। এবার তাই আসন্ন এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে নারাজ ভারত। সেক্ষেত্রে হাইব্রিড মডেলের প্রস্তাব উঠেছে, ভারত তাদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে এবং পাকিস্তান খেলবে নিজ দেশে। বিশ্বকাপেও দুই দেশের ম্যাচ নিয়ে এমন পরিকল্পনা। ভারত খেলবে নিজ দেশে এবং পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে।

বিজ্ঞাপন

যা অকল্পনীয় বলা চলে। তবে এর সমাধানও দিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে জুড়ে দিয়েছে এক শর্ত। সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট দলকে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে হবে। আর এই ব্যাপারে বিসিসিআই সেক্রেটারি ও এসিসি প্রধান জয় শাহকে ‘লিখিত অঙ্গীকার’ দিতে হবে। তারপরই ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে পিসিবি।

এসিসি এখনও এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেনি। কারণ ভারতের পাকিস্তানে যেতে অনাগ্রহ দেখিয়েছে। আর এই ব্যাপারে পিসিবি প্রধান নাজাম শেঠীকে কঠোর অবস্থান নিতে বলা হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

বিশ্বস্ত সূত্র অনুযায়ী, সোমবার দুবাই যাবেন নাজাম। সেখানে এসিসি ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানেই বোর্ড প্রধান সাফ জানিয়ে দেবেন, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতের পাকিস্তানে যাওয়ার লিখিত প্রতিশ্রুতি না পেলে বিশ্বকাপ খেলতে দেশটিতে যাবে না তারা।

সারাবাংলা/এসএস

ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ পাকিস্তান ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর