৩৭ এর মদ্রিচ রিয়ালেই খেলে যেতে চান
৭ মে ২০২৩ ১৫:৩৬
স্পেনের সেভিয়া শহরে কোপা দেল রে’র ফাইনালের শেষ বাঁশি বাজতে তখন বাকি মাত্র ১০ মিনিট। সদ্যই চোট থেকে ফেরা লুকা মদ্রিচকে ম্যাচের শেষ ভাগটা সামলে নেওয়ার দায়িত্ব দিলেন কার্লো আনচেলোত্তি। টনি ক্রুসের পরিবর্তে মাঠে যখন নামছিলেন তখনই সমর্থকরা “মদ্রিচ! মদ্রিচ!” ধ্বনি দিচ্ছিলেন। ঠিকই ফাইনালের শেষ ভাগটা সামলে ৯ বছর পর রিয়ালকে এনে দিলেন আরাধ্য কোপা দেল রে’র শিরোপা।
৩৭ বছর বয়সেও বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার ক্রোয়েশিয়ান জাদুকর লুকা মদ্রিচ। এখনও মধ্যমাঠে ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছেন আর পাচ্ছেন প্রতিপক্ষের সংবর্ধনাও। ২০২৩ সালের জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে শেষ হচ্ছে ব্যালন ডি অর জয়ী এই মিডফিল্ডারের। আর তাতেই গুঞ্জন এবারই কি শেষ হতে যাচ্ছে এই ক্রোয়াট জাদুকরের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের?
এর মধ্যেই এসেছে সৌদি আরব থেকে বিশাল অর্থের প্রস্তাব। তবে এক কথাতেই সৌদিকে না করে দিয়েছেন মদ্রিচ। আর জানিয়েছেন তিনি রিয়াল মাদ্রিদেই অবসর নিতে চান। সেই লক্ষ্যে লড়াইটাও চালিয়ে যাচ্ছেন ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে তোলা মদ্রিচ।
ওসাসুনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা জয়ের পর আবারও সেই কথারই জানান দিলেন মদ্রিচ।
‘আমি রিয়াল মাদ্রিদেই থাকছি এটা শতভাগ নিশ্চিত।’—শিরোপা জয়ের পর এভাবেই নিজের থেকে যাওয়ার খবর জানান তিনি।
গুঞ্জন শোনা যাচ্ছে আরও এক বছরের জন্য রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ক্রোয়াট এই মিডফিল্ডার।
চুক্তি নবায়নের খবর অনেকটা নিশ্চিত করে মদ্রিচ বলেন, ‘এই ক্লাব আমার জীবন। রিয়াল মাদ্রিদ আমার জীবন।’
সারাবাংলা/এসএস