বৃষ্টিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ বন্ধ
৯ মে ২০২৩ ২২:২২
আয়ারল্যান্ড সিরিজে প্রকৃতি বারবারই ভোগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ঘন ঘন বৃষ্টির কারণে সিরিজের আগে ঠিকমতো অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। অনুশীলন ঘাটতি নিয়ে আজ খেলতে নেমে সেখানেও বৃষ্টির হানা। বৃষ্টির কারণে বন্ধ রয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটির খেলা।
আয়ারল্যান্ড ইনিংসের ১৬.৩ ওভারে হানা দেয় বৃষ্টি। তখন ৩ উইকেটে আইরিশদের রান ছিল ৬৫। সর্বশেষ খবর- চেমসফোর্ডে বৃষ্টির প্রোকোপ বাড়ছে।
ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৯ মে) সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ২৪৬ রান তুলেছে বাংলাদেশ। পরে বোলিং করতে নেমে ২৭ রানেই স্বাগতিকদের দুই উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। পরে আরও একটা উইকেট তুলে নেয় সফরকারীরা।
এর মধ্যেই ১৭তম ওভারে বৃষ্টির হানা। ম্যাচের হিসেব বলছে, বৃষ্টির কারণে এরপর আর খেলা মাঠে না গড়ালে ম্যাচের ফলাফল বের হবে না। পরিত্যক্ত হবে ম্যাচ।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১২ মে। তৃতীয়টি মাঠে গড়াবে ১৪ মে। তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।
সারাবাংলা/এসএইচএস