বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির বাগড়া
স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ মে ২০২৩ ১৫:৪৪ | আপডেট: ১২ মে ২০২৩ ১৬:১৯
১২ মে ২০২৩ ১৫:৪৪ | আপডেট: ১২ মে ২০২৩ ১৬:১৯
বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে। বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়িয়েছে দ্বিতীয় ওয়ানডেতেও। টসের আগে মুশল ধারে বৃষ্টি হচ্ছে ভেন্যুতে। যাতে নির্দিষ্ট সময়ে হচ্ছে না দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টস।
বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। চেমসফোর্ডে এই মৌসুমে নিয়মিতই বৃষ্টি হয়। বৃষ্টির উপদ্রবে ঠিকমতো অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তারপর প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। এবার দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির বাগড়া।
আজ চেমসফোর্ডের আকাশ কাঁদতে পারে অবহাওয়ার এমন বার্তা অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। বৃষ্টি আজ কতোটা ভোগায় সেটাই দেখার বিষয়।
তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটা আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজের তৃতীয় ম্যাচটা মাঠে গড়ানোর কথা আগামী ১৪ মে।
সারাবাংলা/এসএইচএস