Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেক্টর-ডকরেল ঝড়ে আয়ারল্যান্ডের রানের পাহাড়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ মে ২০২৩ ২১:৩৯

আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে আগে বোলিং করতে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। ১৬ রানেই দুই উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। কিন্তু তারপর ঘুরে দাড়িয়ে বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো ঝড়ই বইয়ে দিয়েছেন হ্যারি টেক্টর ও জর্জ ডকরেল। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন টেক্টর। ঝড়ো হাফ সেঞ্চুরি করেছেন ডকরেল। যাতে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে আয়ারল্যান্ড।

বিজ্ঞাপন

বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা নেমে এসেছে ৪৫ ওভারে। নির্ধারিত ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছেন আইরিশরা। হ্যারি টেক্টর ১১৩ বলে ১৪০ রান করেছেন। সাতে নেমে ৪৭ বলে ৭৪ রান করেছেন জর্জ ডকরেল।

বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা হচ্ছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। বৃষ্টির বিঘ্নিত ম্যাচে আগে বোলিং পেয়ে শুরুতে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশি পেসাররা। বিশেষ করে তরুণ হাসান মাহমুদ। বাংলাদেশকে প্রথমে ওভারেই উইকেট এনে দিয়েছেন হাসান। প্রথম ওভারে দুই দিকেই সুইং আদায় করে নিয়ে আয়ারল্যান্ডের দুই ওপেনারের নাভিশ্বাস তুলেছিলেন হাসান।

হাসানের করা ওভারের পঞ্চম বলটি হুট করেই অনেকটা ভেতরে ডুকে পরে। পল স্টার্লিংয়ের ব্যাটের কানা ছুয়ে বল চলে যায় উইকেটের পেছনে। মুশফিকুর রহিম লাফিয়ে বল গ্লাফসে জমালে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

খানিক বাদে আবারও উইকেট আদায় করেন দুর্দান্ত বোলিং করতে থাকা হাসান। হাসানের বাড়তি বাউন্স বলে পয়েন্ট অঞ্চল দিয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন স্টিফেন ডোহেনি। সরাসরি ক্যাচ চলে যায় মেহেদি হাসান মিরাজের হাতে। ১৬ রানের মাথায় দুই উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর থেকেই আইরিশদের প্রতিরোধ।

তৃতীয় উইকেটে অধিনায়ক আন্দ্রে বালবারনির সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে তোলেন টেক্টর। ৫৭ বলে ৪২ রান করে ফেরেন বালবারনি। এরপর একপ্রান্ত থেকে নিয়মিতই উইকেট তুলে নিচ্ছিল বাংলাদেশ। তবে অপরপ্রান্তে টেক্টর ছিলেন অবিচল।

তাইজুল ইসলামকে এক ওভারে তিন ছক্কা হাঁকানো টেক্টর উইকেটে সেট হওয়ার পর থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ফিফটির পর রীতিমতো তুলোধুনো করেছেন বাংলাদেশি বোলারদের। সাত নম্বরে নেমে টেক্টরের সঙ্গে যোগ দেন জর্জ ডকরেল।

বিজ্ঞাপন

দলীয় ২৮২ রানের মাথায় ১১৩ বলে ১৪০ রান করে ফিরেছেন টেক্টর। ইনিংসে চার মেরেছেন ৭টি, ছক্কা ১০টি। ডকরেল অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ৪৭ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলতে ডকরেল চার মেরেছেন ৩টি, ছক্কা ৪টি।

বাংলাদেশের হয়ে ৪৮ রানে দুই উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। অপর পেসার শরিফুল ইসলামও দুই উইকেট পেলেও ৯ ওভারে খরচ করেছেন ৮৩ রান।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ হাসান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর