Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেলসির কোচ হলেন পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৩ ০২:০৯

২০২২/২৩ মৌসুমটা মোটেও ভালো কাটলো না চেলসির। গোটা মৌসুম জুড়েই ভুগেছে দলটি। চলতি মৌসুমে ইতোমধ্যেই দুই কোচকে ছাটাইয়ের পর ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তৃতীয় কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সুসংবাদ এসেছে অল ব্লুজদের সমর্থকদের জন্য। আগামী মৌসুমের শুরু থেকেই চেলসির কোচের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মাউরিসিও পচেত্তিনো।

শনিবার (১৩ মে) এ খবর নিশ্চিত করেছে ‘দ্য অ্যাথলেটিক’সহ আরও বেশ কিছু ব্রিটিশ সংবাদমাধ্যম। তবে চুক্তি স্বাক্ষর হবে আগামী কয়েকদিনের ভেতরেই। পচেত্তিনোর কোচিং স্টাফের থাকছেন হেসুস পেরেজ, মিগুয়েল ডি’অ্যাগস্তিনো, টনি হিমিনেজ এবং পচেত্তিনোর ছেলে।

বিজ্ঞাপন

পচেত্তিনো এখন থেকে আগামী মৌসুমের জন্য দল গড়ার জন্য কাজে লেগে পড়বেন। এই সময়ে তিনি কাজ করবেন চেলসির স্পোর্টিং ডিরেক্টরদের সঙ্গে এবং দলটির অন্তর্বর্তীকালীন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের সঙ্গে। ল্যাম্পার্ড চলতি মৌসুমের বাকি সময়জুড়ে চেলসির ডাগ আউটে থাকবেন।

২০২২ সালের জুলাইয়ে প্যারিস সেইন্ট জার্মেইর ডাগ আউট ছাড়ার পর প্রায় এক বছর অবসরে কাটিয়েছেন পচেত্তিনো।

গতমাসে গ্রাহাম পটারকে বরখাস্ত করার পর থেকেই কোচের সন্ধানে নেমেছিল চেলসি। তবে তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘ পরিকল্পনায় নেমেছিল চেলসি। আর তাই তো মৌসুমের বাকি সময়টার জন্য সাবেক খেলোয়াড় এবং কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের হাতে ডাগ আউটের দায়িত্ব তুলে দেয় চেলসি। আর এই সময়ে নিজেদের পছন্দ মতো কোচ নির্বাচনে নামে দলটি।

স্পেনের এস্পানিওল থেকে শুরু করে ইংল্যান্ডের সাউদাম্পটনে কোচিং করান পচেত্তিনো। এরপর টটেনহাম হটস্পার্সে দারুণ সাফল্য পেয়ে পরবর্তীতে পিএসজিতে পাড়ি জমান এই আর্জেন্টাইন কোচ। তবে গত মৌসুমে পিএসজি থেকে চাকরি হারিয়ে এক বছর বিশ্রামে কাটিয়ে আবার ফিরছেন ইংলিশ প্রিমিয়ার লিগ দিয়ে।

বিজ্ঞাপন

পচেত্তিনোর অধীনে টানা চার মৌসুম উয়েফা চ্যাম্পিয়নস লিগের জন্য কোয়ালিফাই করে স্পার্স। আর একটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলে দলটি। যদিও ২০১৯ সালের সেই ফাইনালে লিভারপুলের কাছে হেরেছিল দলটি। পরের মৌসুমেই স্পার্স থেকে বরখাস্ত হয়ে ২০২১ সালে পিএসজির কোচ হন তিনি।

তবে পিএসজিতেও বেশিদিন টিকতে পারেননি পচেত্তিনো। যদিও দলটিতে যোগ দিয়েই ২০২১ সালের মে মাসে জেতেন ফ্রেঞ্চ কাপ এবং লিগ ওয়ানের শিরোপাও পুনরুদ্ধার করেন।

এদিকে ২০২২/২৩ মৌসুমের শুরুর দিকে থমাস তুখেলকে বরখাস্ত করার পর গ্রাহাম পটারকে নিয়োগ দিয়েও ভাগ্য বদলায়ন চেলসির। তাই তো মৌসুমের শেষভাগে এসে পটারকেও বরখাস্ত করেন তিনি। এবার ২০২৩/২৪ মৌসুমের শুরু থেকেই চেলসির ডাগ আউটের দায়িত্বে দেখা যাবে তাকে।

চেলসির সঙ্গে সব শর্ত সম্পন্ন হলেও এখনও জানা যায়নি ঠিক কয় বছরের জন্য অল ব্লুজদের ডেরায় ভিড়ছেন তিনি। জানা যায়নি এখনো তার বেতন কত হচ্ছে সেটিও।

প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ৩৫ ম্যাচে মাত্র ১১ জয় চেলসির। ১০ হার আর ১৪ ড্র’তে ৪৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছে দলটি।

সারাবাংলা/এসএস

আর্জেন্টাইন কোচ চেলসি চেলসির কোচ মাউরিসিও পচেত্তিনো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর