Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের আবহাওয়া কেমন থাকবে?

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৩ ১৩:৩৪

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ওয়ানডেতেও আঘাত হেনেছিল বৃষ্টি। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কেটে করা হয় ৪৫। নখ কামড়ানো সেই ম্যাচে বাংলাদেশ পায় ৩ উইকেটের জয়। তৃতীয় ওয়ানডেতে রোববার (১৪ মে) মাঠে নামছে দুই দল। এদিনও চোখ রাঙাচ্ছে ইংল্যান্ডের আকাশ।

চেমসফোর্ডে তৃতীয় ওয়ানডে মাঠে গড়ানোর আগে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। ম্যাচ শুরুর আগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ম্যাচ চলাকালীন নেই বৃষ্টির সম্ভাবনা। তবে ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘলা থাকবে।

বিজ্ঞাপন

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শেষ ৩৩ বলে ৩৪ রান প্রয়োজন ছিল বাংলাদেশের। ক্রিজে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার মুশফিকুর রহিম ও সপ্তম ব্যাটার মেহেদি হাসান মিরাজ পুরোপুরি সেট। মনে হচ্ছিল, আয়ারল্যান্ডের পাহাড়সম টার্গেট পেরিয়ে সহজেই জিততে যাচ্ছে বাংলাদেশ। তামিম ইকবালের দল শেষ পর্যন্ত জিতেছেও। তবে শেষ দিকে পরতে পরতে বদলেছে ম্যাচের রং। বৃষ্টি বিঘ্নিত দোদুল্যমান ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

এবার সিরিজ নির্ধারণি ম্যাচে মাঠে নামছে দুই দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে।

সারাবাংলা/এসএস

আবহাওয়া আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ টপ নিউজ তৃতীয় ওয়ানডে বৃষ্টির সম্ভাবনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর