Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু আবাহনী নয়, সব দলই ট্রফি পাবে


৮ মে ২০১৮ ১৮:৫৭

স্টাফ করেসপন্ডেন্ট

আন্তর্জাতিক খেলা নেই বেশ কিছুদিন, প্রিমিয়ার লিগ, বিসিএলও শেষ হয়ে গেছে আগেই। প্রথম বিভাগ লিগের রেলিগেশন ও সুপার লিগও শুরু হয়ে যাবে কাল পরশু। চলছে তৃতীয় বিভাগের রেলিগেশন ও সুপার লিগও। আজ মিরপুরে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানালেন, রোজা শুরুর প্রথম সপ্তাহেই ঘরোয়া ক্রিকেটের এবারের মৌসুম শেষ হয়ে যাবে। মনে করিয়ে দিলেন, সব বিভাগের চ্যাম্পিয়নই এবার ট্রফি পাচ্ছে।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগে এবার ১২ বছর পর ট্রফি নিয়ে শিরোপার উল্লাস করতে পেরেছে কোনো দল। বিকেএসপিতে রূপগঞ্জকে হারিয়ে ট্রফি নিয়েই উদযাপন করার সুযোগ পেয়েছে আবাহনী। আজ কাজী ইনাম নিশ্চিত করলেন, এবার দব দলকেই ট্রফি দিয়ে দেওয়া হচ্ছে,  ‘আমরা  চেষ্টা করেছি, এবারের ট্রফিগুলো যখন ম্যাচ শেষ তখনই বা সিজনের শেষে দিতে পারি। সেকেন্ড ডিভিশনের ট্রফি আজ চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলকে দিয়েছি। আমরা চেষ্টা করছি প্রথম বিভাগ ও তৃতীয় বিভাগের ট্রফিও যাতে ঠিক সময়ে দিয়ে দিতে পারি।’

কাজী ইনাম বললেন, রোজা শুরুর প্রথম সপ্তাহের মধ্যেই ঘরোয়া লিগের এই মৌসুমের কার্যক্রম শেষ হয়ে যাবে, ‘যেহেতু দেরি করে লিগগুলো শুরু হয়েছিল আমরা চেষ্টা করছি রোজার আগে যেন সব টুর্নামেন্ট শেষ হয় যায়। আশা করছি রোজার প্রথম সপ্তাহে সব শেষ হয়ে যাবে।  রেলিগেশন ৯ তারিখ থেকে শুরু, প্রথম বিভাগ। সুপার লিগ ১০ তারিখ থেকে শুরু। যাতে ভালো মাঠে খেলা দেওয়া হয়। ‘

প্রিমিয়ার  লিগ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন এ নিয়েও কথা উঠল। কাজী ইনাম বললেন  , পরের বছর থেকে সেই চেষ্টা করা হবে। তবে এই বছর যে বেশ কিছু পরিবর্তন এসেছে তা মনে করিয়ে দিলেন, ‘কিছু জিনিস আমরা করতে পেরেছি, টুর্নামেন্টের আগে যাতে সূচি দেওয়া যায়। বডিলি শিফট যাতে না করা হয়। সূচিও চেঞ্জ করা হয়নি। মিরপুরে অনেক খেলা হয়েছে। আবাহনী-মোহামেডানের মতো খেলা মিরপুরে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, খেলাটা আরও আকর্ষণীয় করার জন্য টেলিভিশনে দেখানোর ব্যবস্থা করা হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ এএম

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর