Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডের জয় বিশ্বকাপে কাজে লাগবে: শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৩ ২১:৫৭

বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ ওয়ানডের সিরিজের প্রথমটি। পরে দুই ম্যাচ জিতে ২-০তে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুটি জয়ই এসেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে। তৃতীয় ম্যাচটা হারতে হারতে জিতেছে বাংলাদেশ। সিরিজ সেরার পুরস্কার জেতা নাজমুল হোসেন শান্ত মনে করছেন, এভাবে ঘুড়ে দাঁড়িয়ে পাওয়া জয় বিশ্বকাপে কাজে লাগবে।

বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৫ ওভারে। ৪৫ ওভারেই আগে ব্যাটিং করে ৩১৯ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। পরে এতো বড় রান তাড়া করেও জিতেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তৃতীয় ম্যাচে বাংলাদেশের ২৭৪ রানের জবাব দিতে নেমে দুর্দান্ত এগুচ্ছিল আয়ারল্যান্ড। শেষ ৪৩ বলে ৪২ রান প্রয়োজন ছিল আইরিশদের। স্বাগতিকদের হাতে তখন ৭ উইকেট। ক্রিজে ছিলেন দুই সেট ব্যাটার। দুর্দান্ত বোলিংয়ে সেখান থেকে ম্যাচটা শেষ পর্যন্ত ৫ রানে জিতেছে বাংলাদেশ। এমন স্নায়ূচাপের জয় বড় ম্যাচে সাহায্যে করবে মনে করছেন শান্ত।

সিরিজ জয়ী বাংলাদেশ আজ দেশে ফিরেছে। বিমানবন্দরে সংবাদমাধ্যমকে শান্ত বলেন, ‘আমরা যেটা ৩২০ তাড়া করলাম, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। (আবার) যে ম্যাচটা আমরা ডিফেন্ড করলাম। দুটি ম্যাচই বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ।’

কেন গুরুত্বপূর্ণ, নাজমুল ব্যাখ্যা করেছেন এভাবে, ‘এ ধরনের পরিস্থিতি বিশ্বকাপে আসতেই পারে। (বিশেষ করে) বড় দলের বিপক্ষে। দুই ধরনের অনুভূতিই পেলাম—কীভাবে তাড়া করতে হয় বা ডিফেন্ড করতে হয়। এ জিনিস মাথায় রেখে সামনে ম্যাচ খেলতে পারলে দলের জন্য ভালো হবে।’

দলগত এমন পারফরম্যান্স অব্যাহত রাখার প্রত্যাশা নাজমুল হোসেন শান্তর। বলেছেন, ‘আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছি বলে আমার মনে হয়। পুরো সময়টা সবাই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে। খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। এটা যদি ধরে রাখতে পারি, তাহলে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর