Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার


৮ মে ২০১৮ ১৯:৩৭

সারাবাংলা ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপের ৩২ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা সবশেষ সময় বেধে দেওয়া হয়েছে আগামী ১৪ মে। ১৪ জুন থেকে রাশিয়ায় বসছে বিশ্বকাপের মেগা আসর। সবার আগে দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া। মঙ্গলবার (৮ এপ্রিল) ক্যাঙ্গারুদের ৩২ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। তবে, এই স্কোয়াড ছোটো করে ২৩ সদস্যে আনতে হবে ৩ জুনের মধ্যে।

অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে থাকছেন নেদারল্যান্ডসের বার্ট ফন মারউইক। গত জানুয়ারিতে তিনি অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন। ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ফাইনালে তোলা এই কোচ থাকবেন বিশ্বকাপ পর্যন্ত।

রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া রয়েছে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, পেরু ও ডেনমার্ক। অস্ট্রেলিয়া দলে রেখেছে সম্প্রতি তিন ম্যাচ নিষিদ্ধ হওয়া ৩৮ বছর বয়সী টিম কাহিলকে। দেশের জার্সিতে ১০৫ ম্যাচে ৫০ গোল করেছেন কাহিল। এবার নিয়ে চতুর্থবার বিশ্বকাপে অংশ নেবেন তিনি।

৩২ সদস্যের অস্ট্রেলিয়া দল:
গোলকিপার: ম্যাট রায়ান (ব্রাইটন এবং হোভ আলবেনিয়ান এফসি, ইংল্যান্ড), ড্যানি ভুকোভিচ (কেআরসি জেনক, বেলজিয়াম), ব্র্যাড জোন্স (ফেইনোড, নেদারল্যান্ডস), মিচ ল্যাঞ্জারক (নাগোয়া গ্রাম্পাস, জাপান)।

ডিফেন্ডার: আজিজ বেহাইচ (ব্রুসসপার, তুরস্ক), মিলোস ডিজেনেক (ইয়োকোহামা মারিনোস, জাপান), ম্যাথু জারম্যান (সুওয়ান ব্লউভিংস, দক্ষিণ কোরিয়া), জেমস মেরিডিথ (মিলওয়াল, ইংল্যান্ড), জোশ রশিদন (ওয়েস্টার্ন সিডনি, অস্ট্রেলিয়া), ট্রেন্ট সেনসবারি (গ্রাসহপার জুরিখ, সুইজারল্যান্ড), আলেকজান্ডার সুসঞ্জার (এফকেম্লাদা বালোলেভ, চেক প্রজাতন্ত্র), বেইলি রাইট (ব্রিস্টল সিটি, ইংল্যান্ড), অ্যালেক্স গার্সব্যাক (লেন্স, ফ্রান্স), ফান করাকিক (লোকোমেটিভ জাগরেব, ক্রোয়েশিয়া)।

বিজ্ঞাপন

মিডফিল্ডার: জোশ ব্রিলেন্ট (সিডনি এফসি, অস্ট্রেলিয়া), মাইল জিডিনক (অ্যাস্টনভিয়া, ইংল্যান্ড), মার্ক মিলিনান (আল আহলি, সৌদি আরব), রবি ক্রিস (বোখাম, জার্মানি), জ্যাকসন আরভিইন (ইংল্যান্ড), মেসিমো লুংগো (কুইন্স পার্ক রেঞ্জার্স, ইংল্যান্ড), হারুন মোয় (হুডসফিল্ড, ইংল্যান্ড), টম রোজিক (সেল্টিক, স্কটল্যান্ড), জেমস ট্রোসি (মেলবোর্ন ভিক্টরি, অস্ট্রেলিয়া)।

ফরোয়ার্ড: টিম কাহিল (মিলওয়াল, ইংল্যান্ড), টমী জুউরিচ (এফসি লুজেন, সুইজারল্যান্ড), ম্যাথু লেইকি (হের্তা বার্লিন, জার্মানি), অ্যান্ড্রু নাব্বাটে (উরাওয়া রেড ডায়মন্ডস, জাপান), নিকিতা রকভিস্তিয়া (ম্যাককবি হাইফা, ইজরায়েল), দিমিত্রি পেত্রটস (নিউক্যাসল জেটস, অস্ট্রেলিয়া), জেমি ম্যাকলারেন (হাইবারিয়ান, স্কটল্যান্ড), ড্যানিয়েল আর্জানি (মেলবোর্ন সিটি, অস্ট্রেলিয়া), অ্যাপোস্টোলোস গিয়ানোও (এ.ই.কে লারনাকা, সাইপ্রাস)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর