Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত নম্বরে আফিফ নাকি মাহমুদউল্লাহ— যা বললেন বিসিবি বস

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৩ ২১:৫৮

বাংলাদেশ ক্রিকেট দলে এই মুহূর্তে সাত নম্বর ব্যাটিং পজিশনটি নিয়ে সবচেয়ে বেশি প্রতিযোগিতা। সাত নম্বর পজিশনে ঘুরিয়ে ফিরিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজকে খেলানো হয়েছে। তবে এদের মধ্য থেকে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য কাকে বেছে নেওয়া হবে টিম ম্যানজেমেন্ট এখনো তা নিশ্চিত নয়।

বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের কাছে প্রশ্ন উঠলে তিনিও সরাসরি উত্তর দিলেন না। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব হঠাৎ দল থেকে বাদ পরাতে এই পজিশন নিয়ে আরও বেশি প্রশ্ন তৈরি হয়েছে।

এই দুজনের অনুপস্থিতিতে গত দুই সিরিজে সাত নম্বর পজিশনে খেলানো হয়েছে ইয়াসির আলী রাব্বি ও মেহেদি হাসান মিরাজকে। ইয়াসির খুব একটা সাফল্য না পেলেও মিরাজ হতাশ করেননি। ওদিকে ঘরোয়া ক্রিকেটে রান করে চলেছেন আফিফ। মাহমুদউল্লাহর অভিজ্ঞতার বিষয়টি ভাবা হচ্ছে। তিনিও রান করছেন ঘরোয়া ক্রিকেটে। এই পজিশনে আগে মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহানকেও খেলানো হয়েছিল। সব মিলিয়ে কাকে বেছে নেওয়া হবে সেটাই যেন ঠিক বুঝে উঠতে পারছে না টিম ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার (১৮ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনের সামনেও উঠল সাত নম্বর পজিশনের প্রশ্ন। বিসিবি সভাপতি বললেন, ‘কোনো কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একজন বাড়তি ব্যাটসম্যান খেলানোর সুযোগ তৈরি হয়। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি (ইয়াসির)। স্কোয়াডে নেই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক। যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোনো কারণে একটা বোলার চোটে পড়লে বলটা করবে কে? এ জন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আলটিমেটলি নান্নু (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন) কী করবে আমি জানি না। আমি আমার কথা বলছি।’

অভিজ্ঞতায় মাহমুদউল্লাহ এগিয়ে থাকলেও ফিল্ডিংয়ে আবার আফিফ, মোসাদ্দেকের চেয়ে পিছিয়ে। পার্ট টাইম বোলার হিসেবে মোসাদ্দেক এই তিন জনের সবচেয়ে এগিয়ে। এসব হিসেবও করতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। নাজমুল হাসান পাপন বলেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে আফিফ, মাহমুদউল্লাহ দুজনই থাকতে পারে। রাব্বি চোট থেকে ফিরে আসার পর তেমন কোনো পারফরম করেনি। বোলিংয়ের কথা ভাবলে এগিয়ে থাকবে আফিফ, মোসাদ্দেক। মাহমুদউল্লাহও হতে পারে। তবে ফিল্ডিংও যদি চান তাহলে আমার মনে হয় আফিফ ওদের ওপরে। মোসাদ্দেকও রিয়াদের (মাহমুদউল্লাহ) চেয়ে ভালো হতে পারে।’

বিশ্বকাপের স্কোয়াড কেমন হতে পারে পজিশন অনুযায়ী তার একটা ধারনাও দিতে চাইলেন বিসিবি বস। বলেছেন, ‘তামিম, লিটন, শান্ত (নাজমুল), হৃদয় (তাওহিদ), মুশফিক, সাকিব—এই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দেবেন বলে মনে হয় না। ওপেনিংয়ে নাঈম শেখ ও বিজয় ভালো পারফর্ম করছে, তারাও আসতে পারে। কে আসবে আমি জানি না। আমি আমার পর্যবেক্ষণ বলছি। আমার ধারণা ওপেনিংয়ে বাড়তি একজনকে তারা (নির্বাচক কমিটি) নেবে। ইনজুরির জন্যও ব্যাকআপ লাগবে।’

‘আমার ধারণা তিনটা পেসার খেলবে…নিশ্চিত। সাকিব যদি খেলে একজন স্পিনার খেলবে। পাঁচটা বোলার ছাড়া তো বিশ্বকাপে খেলবেন না। হাসান আছে, তাসকিন, শরীফুল, ইবাদত, মোস্তাফিজ আছে। যে কেউ খেলতে পারে। চারজন পেসারও খেলতে পারে। আমার মনে হয় না কেউ মিরাজকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কথা বলবে।’

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হাসান পাপন বিসিবি মাহমুদউল্লাহ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর