Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিটকে গেলেন জাকের-রাজা, ‘এ’ দলে ইরফান-খালেদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৩ ১১:১০

চোটের কারণে বাংলাদেশ ‘এ’ দল থেকে ছিটকে গেলেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী ও পেসার রেজাউর রহমান রাজা। তাদের জায়গায় ‘এ’ দলে ডাক পেয়েছেন অপর উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর ও পেসার খালেদ আহমদ।

সোমবার (২২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। দুই দলের প্রথম ম্যাচটি ড্র হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার মাঠে গড়াচ্ছে দ্বিতীয় চার দিনের ম্যাচটি।

বিজ্ঞাপন

ব্যাটিং অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান জাকের। ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছেন, আপাতত ৪৮ ঘণ্টা মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে জাকেরকে।

প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করেছেন জাকের। ক্যারিবিয়ান বোলাররা তাকে দুই ইনিংসের একটিতেও আউট করতে পারেননি। প্রথম ইনিংসে ১২৩ বলে অপরাজিত ৬৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৬৭ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলের ড্রয়ে বড় ভূমিকা রেখেছিলেন।

রাজা ছিটকে গেছেন বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন তরুণ পেসার। তরুণ পেসারের এমআরআই করা হবে বলে জানিয়েছেন দলের ফিজিও।

দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের স্কোয়াড: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, তানজিম হাসান, রিপন মণ্ডল।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ ‘এ’ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর