Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঁচ ইভেন্টের চারটিতেই বাংলাদেশের স্বর্ণ জয়


৯ মে ২০১৮ ১৫:৩২

স্টাফ করেসপন্ডেন্ট ।।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ইসলামিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশি আর্চাররা। বিশ্ব চ্যাম্পিয়ন ইরাকের আর্চার ফাতিমা আল মাসহাদানীকে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের রোকসানা। ১৩৬-১৩৩ পয়েন্ট ব্যবধানে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টের এককে স্বর্ণ জেতেন তিনি।

আসরের শেষ দিনে (বুধবার, ৯ এপ্রিল) নিষ্পত্তি হয়েছে বেশ কয়েকটি ইভেন্টের। শেষ হওয়া ৫টি ইভেন্টের মধ্যে ৪ টি স্বর্ণ ও ১ টি রৌপ্য জিতেছে বাংলাদেশের আর্চাররা। যেখানে ১০ ইভেন্টের ৯টিরই স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশের আর্চাররা রয়েছেন। দুটো রৌপ্যও জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা।

ব্যক্তিগত ইভেন্টে পুরুষদের এককে বাংলাদেশের মামুনকে ১৪০-১৩৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশেরই আরেক আর্চার অসীম। পুরুষ কম্পাউন্ড দলগত ইভেন্টে ইরাককে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ।

এছাড়া নারীদের দলগত ইভেন্টে মরক্কোকে ২১৬-১৫২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ নারী আর্চার দল।

এর আগে কম্পাউন্ড মহিলা এককে বন্যা আক্তার ১৩৯-১৩৭ স্কোরের ব্যবধানে এস্তোনিয়ার ‘হোইম এমিলী’ কে পরাজিত করে ব্রোঞ্জ মেডেল জয় লাভ করেন। আসরের শেষ দিনটি মার্টিন ফ্রেডরিখের শিষ্যদের দারুণ কাটছে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর