জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট ড্র
২ জুন ২০২৩ ১৮:২৪
বাংলাদেশ ‘এ’ দলের সামনে ৪৬১ রানের লিডের পাহাড় দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। তবে বিশাল লিডের জবাব দিতে নেমে ঘাবড়ে যায়নি স্বাগতিকরা। ওপেনার মাহমুদুল হাসান জয় তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। মিডল অর্ডারে হাফ সেঞ্চুরি করেছেন ইয়াসির আলী রাব্বি। যাতে ড্র হয়েছে দুই দলের তৃতীয় চার দিনের ম্যাচটি।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ৪৬১ রানের জবাব দিতে নেমে ৪ উইকেটে ৩০৬ রান তুলে আজ চতুর্থ দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। সিরিজের প্রথম ম্যাচটিও ড্র হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচটি জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ১-০ তে সিরিজ জিতল সফরকারীরা।
তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। জবাবে বাংলাদেশ ‘এ’ তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ২০২ রানেই। পরে স্বাগতিকদের ফলোঅন করার সুযোগ থাকলেও করেননি ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংস ৫ উইকেটে ২২০ রান তুলে ইনিংস ঘোষণা করেন সফরকারীরা। যাতে দুই ইনিংস মিলিয়ে লিড দাঁড়িয়েছিল ৪৬১। জয়ের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করেছে বাংলাদেশ।
শুক্রবার (২ জুন) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম সেশন দারুণভাবে কাটিয়ে দেন আগের দিনের অপরাজিত দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দ্বিতীয় সেশনে দুজনের ওপেনিং জুটি ভেঙেছে দলীয় ৯৩ রানের মাথায়। ৯৫ বলে ৬টি চারের সাহায্যে ৪৫ রান করে ফেরেন জাকির।
তিনে নামা মুমিনুল হক রান পাননি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ১২ বলে মাত্র ৫ রান করে ফিরেছেন। তৃতীয় ম্যাচে অধিনায়কের দায়িত্ব পাওয়া সাইফ হাসান উইকেটে থিতু হয়েছিলেন। তবে ইনিংসটি লম্বা করতে পারেননি সাইফ। ৪৯ বলে ৩৮ রান করে ফিরেছেন।
এরপর ইয়াসির আলি রাব্বির সঙ্গে মাহমুদুল হাসান জয়ের জুটি জমে উঠে। চতুর্থ উইকেট জুটিতে ১১৭ রান তোলেন দুজন। অনেকটা দ্রুত গতিতে রান তুলতে থাকা ইয়াসির ৮৫ বলে ৬টি চার ৪টি ছয়ে ৬৭ রান করে ফিরে যান। তবে অপর প্রান্তে অবিচিলই ছিলেন মাহমুদুল হাসান জয়।
শাহাদাত হোসেনকে নিয়ে দিনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন তিনি। এর আগে সেঞ্চুরিও পূর্ণ করেছেন তরুণ টপ অর্ডার ব্যাটার। ২৬৮ বল ১৪টি চারে শেষ পর্যন্ত ১১৪ রানে অপরাজিত ছিলেন জয়। তার সঙ্গে দিন শেষ করা শাহাদাত হোসেন ৩৯ বলে ২০ রানে অপরাজিত ছিলেন। উইন্ডিজের হয়ে ৩ উইকেট নেন কেভিন সিনক্লেয়ার।
সারাবাংলা/এসএইচএস