মেসির পর এবার রামোসও ছাড়ছেন পিএসজি
৩ জুন ২০২৩ ১২:২৮
গেল বৃহস্পতিবার (১ জুন) নিশ্চিত হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই ছাড়ছেন লিওনেল মেসি। এরপর জানা গেল লিওনেল মেসির পথেই হাটছেন আরেক মহাতারকা সার্জিও রামোস। আচমকাই শুক্রবার (২ জুন) রাতে সার্জিও রামোস ঘোষণা দিয়ে বসলেন পিএসজি অধ্যায়ের সমাপ্তি টানছেন তিনি।
শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন রামোস। আর শনিবার লিগ ওয়ানের ক্লেয়ারমন্ট ফুটের বিপক্ষেই পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে পিএসজি ছেড়ে কোথায় পাড়ি জমাচ্ছেন রামোস সে ব্যাপারে এখনো জানাননি কিছুই।
রামোস বলেন, ‘আগামীকাল একটা বিশেষ দিন হবে। আগামীকাল বিদায় জানাব জীবনের আরেকটি অধ্যায়কে। বিদায় পিএসজি। জানি না, একজন মানুষ কতগুলো জায়গাকে নিজের ঘর বলতে পারে। তবে পিএসজি, তাদের সমর্থকরা ও প্যারিস আমার কাছে নিঃসন্দেহে ঘরের মতোই। স্পেশাল দুটি বছরের জন্য কৃতজ্ঞতা। এখানে সব প্রতিযোগিতায় খেলতে পেরেছি এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হব, নতুন রঙে নিজেকে রাঙাব।’
এর আগে গেল বৃহস্পতিবার লিওনেল মেসির পিএসজি ছাড়ার সংবাদ নিশ্চিত করেন দলটির কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের। তিনি নিশ্চিত করেন আগামী ৩ জুন ক্লেয়ারমন্ট ফুটের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচটি খেলবে পিএসজি। সেটাই হতে যাচ্ছে পিএসজির জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ। সংবাদ সম্মেলনে গ্যালতিয়ের বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। পার্ক দ্য প্রিন্সেসে ক্লেয়ারমন্ট ফুটের বিপক্ষে ম্যাচটিই তার শেষ ম্যাচ হবে।’
সারাবাংলা/এসএস