Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনোবিদ এসেছে বাংলাদেশ দলে, যেভাবে শেখাবেন তামিমদের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৩ ২৩:২১

ক্রিকেট এখন বদলে গেছে অনেকটা। আধুনিক ক্রিকেটে শুধু কোচিংয়ের ওপর নির্ভরশীল নয় ক্রিকেটাররা। ডাটা নির্ভরতা এবং অনেকে মানসিক স্বাস্থ্যের ওপরও নজর দিচ্ছেন। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলেও মনোবিদ নিয়ে এসেছেন। ব্যক্তিগত দক্ষতায় কীভাবে দলে অনদান রাখবে, ক্রিকেটারদের মূলত সেটি আরও ভালো করে শেখাবেন মনোবিদ অ্যালন ব্রাউন।

ব্রাউন আপাতত দুই সপ্তাহ সশরীরে কাজ করবেন ক্রিকেটারদের সঙ্গে। তারপর অনলাইনে দলীয় এবং ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন তিনি। ব্রাউনের কাজটা হবে একদমই আলাদা, বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস।

বিজ্ঞাপন

রোববার (৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নতুন মনোবিদের কাজ সম্পর্কে নাফিস বলেন, ‘উনার কাজ যেটা সেটা হচ্ছে একটা দলের ইনভায়রমেন্টে ব্যক্তিগতভাবে খেলোয়াড়ের যে কোয়ালেটি থাকে সেটা কাজে লাগানো। আমরা সবাই আলাদা, প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত কিছু দক্ষতা আছে, তো এগুলোকে কীভাবে দলের ইনভায়রমেন্টে কাজে লাগানো যায় ওটা নিয়ে কাজ করছেন উনি।’

‘প্রশ্ন থাকতে পারে ক্লাসিক্যালি স্পোর্টস সায়কোলোজিস্টের সঙ্গে পার্থক্য কী। স্পোর্টস সাইকোলজিস্ট ব্যক্তিগত সমস্যা ও সমাধান নিয়ে কাজ করে। অ্যালান ব্রাউন একটা প্লেয়ারের কোয়ালেটি কীভাবে দলের এনভায়রমেন্টে কাজে লাগানো যায় সেটা নিয়ে কাজ করবে।’

শুধু মনোবিদ নিয়োগ নয়, ক্রিকেটের উন্নয়নে যা প্রয়োজন বিসিবি এখন সব কিছুই দিতে প্রস্তুত বললেন নাফিস, ‘ব্যাপারটা আসলে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট দল ভবিষ্যতে তাকাচ্ছি। আমরা চাই প্রতিটা স্টেপে সামনে এগোতে। সামনে এগোনোর স্টেপে এটা একটা সিঁড়ি। দলের উন্নতির জন্য বিসিবি যেখান থেকে যেমন সাপোর্ট দরকার, দেবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

অ্যালন ব্রাউন বিসিবি মনোবিদ নিয়োগ

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর