Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও উন্নতির লক্ষ্য শাহাদতের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৩ ২০:৩৭

শাহাদাত হোসেন দিপুকে অনেক আগে থেকেই লম্বা রেসের ঘোড়া মনে করা হচ্ছিল। ঠাণ্ডা মাথা, নিখুঁত ব্যাটিং কৌশল এবং টেম্পারমেন্টও অসাধারণ। সব মিলিয়ে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ভালো সম্ভবনা দেখা হচ্ছিল তরুণ ব্যাটারের। আসন্ন আফগানিস্তান সিরিজের দলে টেস্ট দলে ডাকও পেয়ে গেলেন তরুণ শাহাদত। প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া শাহাদাত বলেছেন, দিনকে দিন উন্নতি করাই তার লক্ষ্য।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন শাহাদাত। তারপর ঘরোয়া ক্রিকেট এবং ‘এ’ দলের হয়েও আলো ছড়িয়েছেন। ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩৬.১৪ গড়ে ১২৬৫ রান করেছেন দিপু। সেঞ্চুরি ২টি ও হাফ সেঞ্চুরি ১০টি। ৩৭.০৯ গড়ে লিস্ট ‘এ’তে ৩৬ ম্যাচে রান ১১৫০। লিস্ট এ’তে সেঞ্চুরি-ফিফটি সমান ৩টি করে।

বিজ্ঞাপন

‘এ’ দলের হয় সদস্য সমাপ্ত ওয়েস্ট সিরিজে দুটি ফিফটি করেছেন দিপু। এসব বিবেচনায় নিয়েই জাতীয় দলে ডাকা হয়েছে তাকে।

সোমবার (৫ জুন) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহাদাত হোসেন বলেন, ‘আমার স্কিল ভালো বলে সবাই। তবে আমি মনে করি, মানসিকভাবে আরও শক্তিশালী হওয়া দরকার এখানে খেলার জন্য। আমি দিন দিন নিজের স্কিল আরও উন্নত করার চেষ্টা করব। মানসিকভাবে আরও শক্ত হওয়ার চেষ্টা করব। এটাই আমার কাজ। এসব কাজে যত উন্নতি করব, আমার জন্য খেলাটা আরও সহজ হবে বলে আমি মনে করি।’

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে দিপু বলছিলেন, দিনকে দিন উন্নতি করাই তার লক্ষ্য, ‘খুশি তো লাগবেই, স্বাভাবিক। সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। আমারও খুশি লাগছে। দিন দিন যেন আমি আরও উন্নতি করতে পারি, সেটাই চেষ্টা থাকবে।’

বিজ্ঞাপন

শাহাদাত অনূর্ধ্ব-১৯ পর্যায়ে যাদের সঙ্গে বিশ্বকাপ জিতেছেন তাদের অনেকেই এখন জাতীয় দলে অনেকটা থিতু। তিনি নিজেও ডাক পেলেন তবে অনেক পরে। বিষয়টিকে কিভাবে দেখছেন? এমন প্রশ্নে তরুণ শাহাদাতের উত্তর, ‘ওই সব ব্যাপার নিয়ে চিন্তা করিনি। চিন্তা করেছি, যখন আমাকে ডাকবে, তখন আমি ভালো খেলার চেষ্টা করব।’

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শাহাদাত হোসেন দিপু

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর