Thursday 26 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ইনিংস শুরু করলেন হাসান মাহমুদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৩ ১৭:৩১ | আপডেট: ১০ জুন ২০২৩ ১৭:৩৩

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার হাসান মাহমুদ। পারিবারিকভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হাসান। কনে চৈতি ফারিয়া ঐশী মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআরএসটি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছেন।

গতকাল শুক্রবার (৯ জুন) বাদ জুমা বিয়ের আনুষ্ঠানিক কাজ সেরেছেন জাতীয় দলের তরুণ পেসার। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর বড় অনুষ্ঠানের কথা জানিয়েছেন হাসান মাহমুদের বাবা।

বিজ্ঞাপন

হাসান মাহমুদের স্ত্রী চৈতি ফারিয়া ঐশীর বাবার বাড়ি মাদারীপুরের শিবচর থানার মাদবরচ গ্রামে। ঐশীর বাবা ফারুক হোসাইন একজন ব্যবসায়ী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ঐশী সবার বড়।

কয়েক দিন আগে হাসান মাহমুদের বাবা মোহাম্মদ ফারুক হাসানের বিয়ের আগাম খবর জানিয়েছিলেন। আপাতত ছোট পরিসরে অনুষ্ঠান করলেও বিশ্বকাপের পর জাতীয় দলের সব ক্রিকেটারদের নিয়ে গিয়ে বড় অনুষ্ঠান করবেন বলে জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২৩ বছর বয়সী হাসান জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১১টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে অল্প দিনের যাত্রাতেই জাতীয় দলে নিজের অবস্থান পোক্ত করেছেন তরুণ পেসার। আগামী দিনের বড় তারকা ভাবা হচ্ছে হাসানকে।

সারাবাংলা/এসএইচএস

হাসান মাহমুদ

বিজ্ঞাপন

ফায়ার ফাইটার নয়নের দাফন সম্পন্ন
২৭ ডিসেম্বর ২০২৪ ০২:৩৫

আরো

সম্পর্কিত খবর