Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা কমলো?

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৩ ১৪:৫৩ | আপডেট: ১১ জুন ২০২৩ ১৫:১১

ম্যানচেস্টার সিটির জন্য কাল রাতটা ছিল স্বপ্নের। প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টারের ক্লাবটি। শুধু কী কালকের রাতটা? পুরো মৌসুমটাই তো স্বপ্নের মতো কাটল সিটির। চ্যাম্পিয়ন্স লিগসহ এবার ট্রেবল জিতেছে পেপ গার্দিওলার দল। যাতে সবচেয়ে বড় অবদানটা আর্লিং হলান্ডের।

পুরো মৌসুমজুড়ে মুড়ি-মুড়কির মতো গোল করেছেন এই নওরেজিয়ান তারকা। সিটির হয়ে ট্রেবল জয়ের পথে সব মিলিয়ে এবারের মৌসুমে ৫৩টি গোল করেছেন হলান্ড। এমন সাফল্যের পর ২২ বছর বয়সী এই তারকা এবারের ব্যালন ডি’অর পুরস্কারের শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন মনে করছেন অনেকে। সেক্ষেত্রে ব্যালন ডি’অর প্রতিযোগিতায় লিওনেল মেসির বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন হলান্ড।

বিজ্ঞাপন

আর্জেন্টিনাকে স্বপ্নের বিশ্বকাপ জিতিয়ে গত বছর থেকেই এবারের ব্যালন ডি’অরের বড় দাবিদার হয়ে আছেন লিওনেল মেসি। বিশ্বকাপে ৭টি গোল করে এবং ৫টি গোলে সহায়তা করে মেসিই হয়েছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। তবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসি ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পরেছে শেষ ১৬ থেকেই। চ্যাম্পিয়ন্স লিগে মেসির পারফরম্যান্সও খুব একটা সুবিধার ছিল না।

অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও পিএসজির হয়ে ফরাসি চ্যাম্পিয়নশিপ ও লিগ ‘আ’ জিতেছেন মেসি। পুরো মৌসুমে মেসির গোল করেছেন ৩৮টি, করিয়েছেন ২৫টি।

গোল সংখ্যায় হলান্ডের চেয়ে অনেকটাই পিছিয়ে মেসি। শিরোপা সংখ্যাতেও। তবে বিশ্বকাপ ট্রফিটার ওজন যে অনেক বেশি সেটা ভুললেও চলবে না!

এবারের ব্যালন ডি’অরে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, কেভিন ডি ব্রুইনারাও শক্ত প্রতিদ্বন্দ্বী। শেষ পর্যন্ত কার হাতে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠে সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে ৩০ অক্টোবর পর্যন্ত। ওই দিনই ঘোষণা করা হবে ফুটবলে ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটির বিজয়ীর নাম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর