শেষ বিশ্বকাপ খেলে ফেলেছি: মেসি
১৪ জুন ২০২৩ ১৩:৩৪
কাতার বিশ্বকাপের আগে লিওনেল মেসি নানানভাবে বুঝিয়েছিলেন এটাই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স আর আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসিকে নিয়ে ২০২৬ বিশ্বকাপেরও স্বপ্ন দেখে সমর্থকরা। তবে ভক্ত সমর্থকদের দুঃসংবাদ দিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। জানিয়ে দিলেন, বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না তাকে।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে যৌথভাবে বসতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। সে সময় লিওনেল মেসির বয়স হবে ৩৯ বছর। এই বয়সেও অনেককেই দেখা গেছে বুট জোড়া তুলে রাখতে। তবে নামটা যেহেতু লিওনেল মেসি তাই ভক্ত সমর্থকরা আশা করে বসেছিলেন মেসিকে দেখা যাবে ২০২৬ সালেও। কিন্তু সেটা আর হচ্ছে না।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে মঙ্গলবার চীনা গণমাধ্যম টাইটান স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে তাকে খেলতে দেখা যাবে কি না সে ব্যাপারে সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা বলেন, ‘আমি আগেও যেটা বলেছি, আগামী বিশ্বকাপে অংশ নিব বলে মনে হয় না। এই সিদ্ধান্তের ব্যাপারে আমার মন এখনও বদল করিনি। বিশ্বকাপটা দেখার জন্য সেখানে থাকলে আমার ভালো লাগবে। কিন্তু আমি অংশগ্রহণ করতে যাচ্ছি না।’
গত বছরের ডিসেম্বরে কাতারের মাটিতে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এতে তর্কসাপেক্ষে ইতিহাসের সেরা ফুটবলার মেসির অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়। সাতটি গোল করে তিনি ছিলেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে রেকর্ড গড়েন তিনি।
সারাবাংলা/এসএস