Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরি করলেন মুমিনুলও, বাংলাদেশের রান উৎসব

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৩ ১৫:২৭ | আপডেট: ১৬ জুন ২০২৩ ১৭:০৭

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে রীতিমতো রান উৎসবে মেতেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৮২ রান তোলা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে পৌঁছেছে চারশর কাছাকাছি। দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেলেন মুমিনুল হক সৌরভও।

দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৬৩৪। প্রথম ইনিংসেই ২৩৬ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৩৯৯/৪।

টেস্টে ২৬ ইনিংস পর সেঞ্চুরি পেলেন মুমিনুল। সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালের এপ্রিল। পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে। সে হিসেবে দুই বছর পর সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল। শুধু সেঞ্চুরি ক্ষরা নয়, রান ক্ষরায়ও ভুগছিলেন মুমিনুল। গত ২৬ ইনিংসে তার ফিফটি ছিল মাত্র দুটি। দল থেকে বাদ পড়ার আলোচনা চলছিল। এর মধ্যেই সেঞ্চুরি তুলে নিলেন।

বিজ্ঞাপন

টেস্টে এ নিয়ে মুমিনুলের সেঞ্চুরি দাঁড়াল ১২টি। বাংলাদেশের পক্ষে যা সর্বোচ্চ। ১০টি করে সেঞ্চুরি নিয়ে মুমিনুলের পরে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

দিনের প্রথম সেশনে জাকির হাসান ফেরার পর ক্রিজে আসেন মুমিনুল। সময়ের দাবি অনুযায়ী আজ দ্রুত রান তুলতে চেয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। মুমিনুল হকও ছিলেন আক্রমণাত্মক। সেঞ্চুরি পূর্ণ করেছেন ১২৩তম বলে। শেষ পর্যন্ত বাংলাদেশ যখন ইনিংস ঘোষণা করল মুমিনুল তখন ১৪৫ বল খেলে ১২১ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে চারের মার ১২টি, ছক্কা ১টি।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

কুমিল্লায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৭

আরো

সম্পর্কিত খবর