Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি পেলেন সাকিব-লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৩ ১৬:৩৩

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এনওসি (অনাপত্তি পত্র) পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তিন বছর পর আগামী ২০ জুলাই আবারও মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি।

সোমবার (১৯ জুন) সাকিব-লিটনের এনওসি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যতোটা সম্ভব খেলার মধ্যেই থাকুক, এই ভাবনাতেই সাকিব-লিটনদের এনওসি দেওয়া হয়েছে বলেছেন জালাল ইউনুস।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এখন তো জাতীয় দলের কোনো খেলা নেই। প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করে অনুমতি দেওয়া হয়েছে। এই সময়ে যে সংস্করণেই হোক বিশ্বকাপের আগে আমরা চাই খেলুক। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে এটা আমাদের জন্যই ভালো।’

জালাল ইউনুস বলেন, ‘গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে এনওসি নিয়েছে সাকিব। ও নিয়েছে ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। লিটনও নিয়েছে। ও সাকিবের মতোই… ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত।’

২০১৯ সালে সর্বশেষ  গ্লোবাল টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হয়েছিল। করোনাভাইরাস মহামারির কারণে গত তিন বছর এই টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। তিন বছর পর এবার আবারও শুরু হচ্ছে সেটা।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সে। আর লিটনের দল সারে জাগুয়ার্স। টুর্নামেন্টে মোট দল ছয়টি। বাকি চারটি দল হলো-মিসিসাউগা প্যানথারস, ব্র্যাম্পটন উলভস, ভ্যাঙ্কুভার নাইটস ও টরন্টো ন্যাশনালস।

সারাবাংলা/এসএইচএস

গ্লোবাল টি-টোয়েন্টি লিগ লিটন দাস সাকিব আল হাসান

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর