জেগে উঠেছে তামিমের পুরনো চোট, চোট পেয়েছেন লিটন-নাঈমও
২২ জুন ২০২৩ ১৯:২২
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে তিন দিনের অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনে আজ চোট পেয়েছেন স্কোয়াডে থাকা তিন ওপেনারই। তামিম ইকবালের পুরনো চোট নতুন করে জেগে উঠেছে। আজ চোট পেয়েছেন লিটন দাস, নাঈম শেখও।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অনেকদিন যাবত কোমড়ের চোটে ভুগছেন। চোটের কারণে কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটা খেলতে পারেননি তামিম। তবে তারপর সেরে উঠা তামিম অনুশীলন শুরু করেছেন। গতকাল পুরোদমেই অনুশীলন করতে দেখা গেছে ওয়ানডে অধিনায়ককে। আজ বিপত্তি ঘটল ফিল্ডিং অনুশীলনের সময়।
ফিল্ডিং অনুশীলনের সময় অস্বস্তিতে ভুগতে দেখা গেছে তামিমকে। বারবার কোমড়ে হাত দিয়ে দাঁড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত ফিল্ডিং অনুশীলন শেষ না করে কোমড়ে হাত দিয়ে ড্রেসিংরুমে ঢুকে গেছেন।
লিটন-নাঈম ব্যাটিং অনুশীলনের সময় বলের আঘাত পেয়েছেন। থ্রোয়ারের বল খেলতে গিয়ে হাতে বলের আঘাত পান লিটন। পরে আর ব্যাটিং করতে পারেননি তিনি।
নাঈম শেখ আঘাত পেয়েছেন হাঁটুর ওপরে। ব্যাটিং অনুশীলনের সময় একটা বল গিয়ে আঘাত করে নাঈমের ডান পায়ের হাঁটুর ওপরে। অবশ্য খানিক বাদে আবারও অনুশীলন শুরু করেন নাঈম। পরে জানা যায়, তিনজনের মধ্যে একজনের চোটও গুরুতর নয়। বিশ্রামেই সেরে যাবে চোট।
উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রঙিন পোশাকের সিরিজ শুরু হবে আগামী ৫ জুলাই থেকে। আফগানদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।
সারাবাংলা/এসএইচএস