Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়রথে মেরিনার্স, জয় পেলো সাধারণ বীমা-সোনালী


১১ মে ২০১৮ ১১:৫৭

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ হকিতে জয়রথে ছুটছে মেরিনার ইয়াংস ক্লাব। টানা চতুর্থ জয় তুলে নিয়েছে মতিঝিলের দলটি। অন্যদিকে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে সাধারণ বীমা ও সোনালী ব্যাংকও।

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার তিনটি ম্যাচ মাঠে গড়িয়েছে।

দিনের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে সাধারণ বীমা। ওয়ান্ডারার্সকে তারা হারিয়েছে ৬-২ গোলে। সাধারণ বীমার পক্ষে দুটি গোল দিয়েছে ফয়সাল হোসেন। একটি করে গোল পান রেজোয়ান আহমেদ, যোগা সিং ও বিশাল। ওয়ান্ডারার্সের পক্ষে গোল করেছেন অমরিত পাল সিং ও জাহিদ হোসেন।

দ্বিতীয় খেলায় সোনালী ব্যাংক ৬-১ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। সোনালী ব্যাংকের পক্ষে দুটি গোল করেন দেওয়ান ইসলাম ইমন। একটি করে গোল পান তানজিম আহমেদ, রাজীব দাস, প্রসেনজিৎ রায় ও ইরফানুল হক। পুলিশের হয়ে একমাত্র গোল করেন জামিল বিন তালিব।

তৃতীয় খেলায় মেরিনার ইয়াংস ৬-০ গোলে অ্যাজাক্স এসসিকে হারায়। হ্যাটট্রিকসহ মামুনুর রহমান চয়ন একাই করেন চারটি গোল। দলের হয়ে বাকী দুই গোল আসে হাসিন আরমান ও হাসান যুবায়ের নিলয়ের কাছ থেকে।

শুক্রবার (১০ মে) দুটি ম্যাচ একই ভেন্যুতে আয়োজিত হবে। প্রথম ম্যাচে সোনালী ব্যাংকের সঙ্গে লড়বে ভিক্টোরিয়া এসসি। দ্বিতীয় ম্যাচে মেরিনার্সের সামনে সাধারণ বীমা।

 

সারাবাংলা/ জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর