Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের জায়গায় ওয়ানডে দলে রনি তালুকদার

স্পোর্টস ডেস্ক
৬ জুলাই ২০২৩ ২২:০৩

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলা অবস্থায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অধিনায়ক তামিম ইকবালের। প্রথম ওয়ানডে শেষের একদিন পর সংবাদসম্মেলনে এ ঘোষণা দেন তামিম। আর তাতেই কপাল খুলে যায় রনি তালুকদারের। তামিমের ফেলে যাওয়া শূন্যস্থানে ডেকে নেওয়া হয়েছে এই ওপেনারকে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুরুতে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজের জন্য চট্টগ্রামেই অবস্থান করছিলেন রনি। তামিমের অবসর নেওয়ার পর তার জায়গায় বাকি থাকা দুই ওয়ানডেতে দলে ডাক পেয়েছেন তিনি। রনির দলে অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

বিজ্ঞাপন

৩২ বছর বয়সী রনি তালুকদার এখন পর্যন্ত মাত্র ১টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। গত ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তার অভিষেক হয়। সিরিজের তৃতীয় তথা সর্বশেষ ওই ম্যাচে তিনি ১৪ বল খেলে ৪ রান করেন। তারপর তাকে আর ওয়ানডেতে ভাবনায় রাখা হয়নি। েবার তামিমের আচমকা অবসরে তিনি ফের সুযোগ পেলেন।

সারাবাংলা/এসএস

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রনি তালুকদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর