আফগানিস্তান সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস
৭ জুলাই ২০২৩ ১২:৫৯
আফগানিস্তান সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস। তামিম ইকবালের হঠাৎ অবসরে ওয়ানডে দলের অধিনায়কত্বের পদটা ফাঁকা হয়েছিল। লিটন সেই শূন্যস্থান পূরণ করবে জানিয়েছে বিসিবি।
শুক্রবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সহ-অধিনায়ক ছিলেন লিটন। ফলে লিটনই যে আফগানিস্তান সিরিজের বাকি দুই ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন তেমন কথা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে আছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। আগামীকাল মাঠে গড়াবে দুই দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
উল্লেখ্য, গতকাল কান্নাজড়িত কণ্ঠে হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বুঝা যায়, অভিমান করেই হঠাৎ অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা।
পরে বিসিবি তড়িৎ বোর্ড মিটিং করে জানিয়ে দিয়েছে, তারা চায় অবসর ভেঙে আবারও ফিরে আসুক তামিম। তামিমকে ফেরানোর জন্য নিজেও যোগাযোগ করছেন এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন।
সারাবাংলা/এসএইচএস