আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয় নিয়ে আলোচনা করতে তামিম ইকবালকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজাকে সঙ্গে নিয়ে গণভবনে গেছেন তামিম।
শুক্রবার (৭ জুলাই) বিসিবির একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। গতকাল অবসর ঘোষণার পরই টিম হোটেল ছেড়ে চট্টগ্রামের বাড়িতে উঠেছিলেন তামিম। আজ সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন।
গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন তামিম। তামিমের বিভিন্ন ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনের কড়া কথার প্রেক্ষিতেই হঠাৎ অবসরের মতো বিশাল সিদ্ধান্ত নিয়েছেন তামিম।
আফগানিস্তানের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের আগে তামিম বলেছিলেন, তিনি শতভাগ ফিট নন, তবে খেলবেন। এই কথার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিসিবি প্রধান। ‘এটা কি পাড়া-মহল্লার ক্রিকেট নাকি’ সংবাদমাধ্যমে এমন কথা বলেছেন পাপন।
তামিম গতকাল দুপুরে অবসর ঘোষণা দিলে রাতে বোর্ড মিটিং করেছে বিসিবি। তারপর বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন জানিয়েছেন, তারা চায় অবসর ভেঙে ফিরে আসুক তামিম। তামিমকে ফেরানোর চেষ্টাও করছেন তিনি এবং বিসিবি জানিয়েছেন পাপন।