Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালের হয়ে বিপিএল খেলবেন তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৩ ১৯:৫১

ফরচুন বরিশালের হয়ে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলবেন তামিম ইকবাল। বরিশালের সঙ্গে এক মৌসুমের জন্য চুক্তি করেছেন তামিম।

শনিবার (৮ জুলাই) তামিমকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘আগামী মৌসুমে তামিম ইকবাল আমাদের দলের হয়ে খেলবেন।’

ফরচুন বরিশালের হয়ে গত দুই মৌসুম খেলেছিলেন সাকিব আল হাসান। বিপিএল চলাকালেই সাকিবের সঙ্গে ফরচুন বরিশালের কর্তাদের আচরণ খবরের শিরোনাম হয়েছিল। এবার বরিশাল ছেড়ে দিয়েছেন সাকিব। আগামী মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন তিনি। সাকিবের জায়গায় বরিশালে যুক্ত হলেন তামিম।

গত পরশু হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। জানা যায়, অভিমানে বিদায় বলে দিয়েছিলেন তামিম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যস্থতায় গতকাল অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন তামিম। তার একদিন পরই বিপিএলের দল বেছে নিলেন অভিজ্ঞ ক্রিকেটার।

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের বিপিএল।

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর