Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যানচেস্টার ইউনাইটেডে ১২ বছরের ক্যারিয়ারের ইতি ডি গিয়ার

স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০২৩ ১৯:৫৯

২০১১ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখান ডেভিড ডি গিয়া। এরপর ১২টি বছর রেড ডেভিলদের গোলপোস্ট সুরক্ষিত রাখার দায়িত্ব পালন করেছেন এই স্প্যানিশ গোলরক্ষক। এবার এক যুগের সেই সম্পর্কে ইতি ঘটল। ২০২২/২৩ মৌসুম শেষের আগেই গুঞ্জন ছিল এবার ক্লাব ছাড়তে পারেন তিনি। অবশেষে সেটাই সত্যি হলো।

শনিবার (৮ জুলাই) নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে এক বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার ঘোষণা দেন এই স্প্যানিশ গোলরক্ষক।

বিজ্ঞাপন

এক যুগের সম্পর্কে ইতি টানতে তিনি ক্লাব এবং সমর্থকদের ধন্যবাদ জানান। ডি গিয়া বলেন, ‘আমি গোটা বিশ্বের সকল ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের আমার বিদায়ী বার্তা দিতে চাই। আমি সকল ধন্যবাদ জানাতে চাই।’

‘বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই, আমাকে এই ক্লাবে নিয়ে আসা স্যার অ্যালেক্স ফারগুসনকে। প্রতি ম্যাচে এই শার্ট গায়ে চড়াতে আমি অনেক গর্ববোধ করেছি। আমার জন্য এটা সবচেয়ে বড় পাওয়া। এখন সময় এসেছে প্রাণের ক্লাবকে বিদায় জানানোর। আমি নতুন এক চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সবসময় আমার হৃদয়ে থাকবে।’

রেড ডেভিলদের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৪৫টি ম্যাচ খেলেছেন ডেভিড ডি গিয়া। ৪৯ হাজার ১০৯ মিনিট রেড ডেভিলদের গোলপোস্টের নিচে দাঁড়িয়ে মোট ৫৯০টি গোল হজম করেছেন তিনি। নামের পাশে আছে ১৯০টি ক্লিনশিট। একটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা, একটি এফএ কাপ, একটি ইএফএল এবং তিনটি ইংলিশ সুপার কাপ জিতেছেন রেড ডেভিলদের হয়ে।

সারাবাংলা/এসএস

ডি গিয়া ম্যানচেসটার ইউনাইটেড