সিরিজ থেকে ছিটকে গেলেন ইবাদত
৯ জুলাই ২০২৩ ২৩:০৮
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডাক পেয়েছিলেন ইবাদত হোসেন। তবে সেই ওয়ানডেতেই হাঁটুতে চোট পেয়ে ছিটকে গেলেন গোটা সিরিজ থেকেই। আফগানদের বিপক্ষে বল করার সময় বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। পরে আর বলও করতে পারেননি। এরপর তাকে সেরে ওঠার জন্য দুই সপ্তাহের বিশ্রামও দেওয়া হয়েছে।
রোববার (৯ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে ইবাদতের সিরিজ থেকে ছিটকে যাওয়ার ব্যাপার নিশ্চিত করা হয়।
বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি জানান, ‘এমআরএই রিপোর্ট বলছে চোট গুরুতর নয়। আমরা আশা করছি দুই সপ্তাহ সময়ের মধ্যে সেরে যাবে। ছিটকেও গেলেও পুনর্বাসনের জন্য দলের সঙ্গেই থাকবেন এই তিনি।’
দুই সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় তার টি-টোয়েন্টি সিরিজেও আর খেলা হচ্ছে না। শেষ ওয়ানডের জন্য এখনও এবাদতের স্থলাভিষিক্ত ঘোষণা করেনি নির্বাচক কমিটি।
প্রথম টি-টোয়েন্টি ১৪ জুলাই। শেষ ম্যাচ ১৬ জুলাই। দুটি ম্যাচই হবে সিলেটে।
শনিবার দ্বিতীয় ওয়ানডেতে নিজের স্পেলের শেষ ওভার করার সময় বল করার আগে উলটে পড়ে যান ইবাদত। মাঠে বেশ কিছুক্ষণ শুয়ে থাকেন তিনি। পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই পেসার। চোটের কারণে ব্যাটিংয়েও নামতে পারেননি।
সারাবাংলা/এসএস