আফগান টপ অর্ডার গুঁড়িয়ে দিল টাইগার পেসাররা
১১ জুলাই ২০২৩ ১৪:৪৫
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ আগেই হারিয়েছে বাংলাদেশ। এবার পালা হোয়াইটওয়াশ এড়ানোর। আর তৃতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের সেই লক্ষ্য। প্রথম ৬ ওভারের ভেতর আফগানিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দিয়েছে টাইগার দুই পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। মাত্র ১৪ রানে ৩ উইকেট তুলে নিয়েছে তাদের।
দ্বিতীয় ম্যাচে ঝড়ো সেঞ্চুরি হাঁকানো ইব্রাহিম জাদরানকে মাত্র ১ রানে ফেরালেন শরিফুল ইসলাম। উদ্বোধনী জুটি এবার ভেঙল ৩ রানেই। ২.১ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ৩। সিরিজে প্রথমবার নতুন বলে দ্রুত সাফল্য পেল বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরে পিচ করা বল আরও বেরিয়ে যাচ্ছিল। ছেড়ে দেওয়া যেত অনায়াসেই। কিন্তু ইব্রাহিম পা বাড়িয়ে বলের কাছে যেতে না পারলেও ব্যাট পেতে দেন আলতো করে। কানা ছুঁয়ে বল যায় কিপার মুশফিকুর রহিমের গ্লাভসে।
এতেই প্রথম উইকেট হারাল আফগানরা। এরপর অল্পের জন্য রক্ষা পাওয়ার পরের বলেই বিদায় নিলেন রহমত শাহ। শরিফুল ইসলাম দেখা পেলেন ওভারের দ্বিতীয় শিকারের। শুরু থেকেই অস্বস্তিতে থাকা রহমত শাহ এই বলটিও ঠিকঠাক খেলতে পারেননি। শর্ট অব লেংথ বলটি পিচ করে বাড়তি একটু লাফিয়ে বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের বাইরে দিয়ে। রহমত একদম পজিশনেই যেতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল আবার কিপার মুশফিকের গ্লাভসে।
রহমর শাহ ফিরলেন মাত্র ৪ রান করে। আফগানিস্তান ৩ রানে হারায় দুই উইকেট। তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন নতুন ব্যাটার আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি এবং রহমানউল্লাহ গুরবাজ। তবে তাকেও বেশি সময় টিকতে দেননি তাসকিন আহমেদ। তাসকিনের বাউন্সারে পুল করার চেষ্টা করেন গুরবাজ, কিন্তু অফ স্টাম্পের বাইরের বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি একটুও। ব্যাটের কানায় লেগে বল যায় পেছনে। উইকেটের পেছনে মুশফিক অনেকটা লাফিয়ে দুর্দান্ত ক্যাচ নেন। আর তাতেই তৃতীয় উইকেটের পতন আফগানদের।
ষষ্ঠ ওভারের ৫ম বলে দলীয় ১৪ রানে তৃতীয় উইকেট হারাল সফরকারীরা। এই রিপোর্ট লেখা অবধি আফগানদের সংগ্রহ ৮ ওভারে ১৫ রানে ৩ উইকেট। উইকেটে আছেন মোহাম্মদ নবী ১ আর হাশমতউল্লাহ ০ রানে অপরাজিত।
ছবি: শ্যামল নন্দী
সারাবাংলা/এসএস