ভারতকে একশর আগেই আটকে দিল বাংলাদেশ
১১ জুলাই ২০২৩ ১৬:২৫
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলের বিপক্ষে দাপটে জিতেছিল ভারতীয় নারী দল। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর একটা বার্তা দিয়েছে বাংলাদেশ। আগে বোলিং করে একশর অগেই আটকে দিয়েছে ভারতীয় নারী দলকে।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রানে থেমেছে ভারতের ইনিংস। বাংলাদেশ নারী দলের হয়ে তিন উইকেট নিয়েছেন সুলতানা খাতুন। দুটি উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন।
মঙ্গলবার (১১ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত নারী দলের শুরুটা কিন্তু হয়েছিল বেশ ভালোই। প্রথম চার ওভারে ৩৩ রান তুলেছিলেন ভারতের দুই ওপেনার। নাহিদা আক্তার স্মৃতি বন্দনাকে বোল্ড করে এই জুটি ভাঙেন। ১৩ বলে ১৩ করে ফেরেন স্মৃতি। খানিক বাদে ১৪ বলে ১৯ রান করা অপর ওপেনার শেফালি ভার্মাকে ফেরান সুলতানা খাতুন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছেন সফরকারীরা।
ভারতীয়দের বড় ইনিংস খেলতে দেয়নি বাংলাদেশি বোলিং আক্রমণ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৫ রানে থেমেছে ভারত। শেষ দিকে ১৭ বলে ১৪ রান করা আমারজট কউর ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার।
বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ৪ ওভারে ২১ রান খরচায় নিয়েছেন চার উইকেট। চার ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন। নাহিদা আক্তার ৪ ওভারে ১৪ রানে নিয়েছেন এক উইকেট।
সারাবাংলা/এসএইচএস