Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৩ ১৭:২৩ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ ২০:০৬

ভারতীয় নারী দলকে গত ম্যাচেও হারানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরকারীদের মাত্র ৯৫ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় সেই সুযোগ কাজে লাগিয়ে জেতা হয়নি স্বাগতিকদের। আজ আর সেই ভুলটা হয়নি।আগে বোলিং করে ভারতকে ১০২ রানে আটকে রেখে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে ভারত নারী দলকে আজ ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে শেষ হলো। এর মধ্যে বাংলাদেশ জিতেছে এক ম্যাচ, আর হেরেছে দুটি। প্রথম দুই টি-টোয়েন্টি হারলেও আজ সিরিজের শেষ ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারালো বাংলাদেশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০২ রানের গুটিয়ে যাওয়া ভারত আজও বোলিংয়ে শুরুতে ভুগিয়েছে বাংলাদেশকে। ১৬ রানেই দুই উইকেট তুলে নিয়েছিল ভারত। তবে ওপেনার শারমিন সুলতানা একপ্রান্তে দারুণ ব্যাটিং করেছেন।

মূলত শারমিনের ব্যাটেই ভারত বধের গল্প রচনা হয়েছে। অপরপ্রান্ত থেকে নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নিয়েছে ভারত। তবে একপ্রান্তে শারমিন ক্রিজে ছিলেন অনেক সময়। ৪৬ বলে ৩টি চারের সাহায্যে ৪২ রানের ঝলমলে একটা ইনিংস খেলেছেন বাংলাদেশি ওপেনার।

নিগার সুলতানা, সুলতানা খাতুন, নাহিদা আক্তারদের কয়েকটা ছোট ছোট ইনিংসও বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের জয়ে। ২০ বলে ১৪ রান করেছেন নিগার সুলতানা। সুলতানা খাতুন ১২ ও নাহিদা শেষ দিকে ৬ বলে ১০ রান করেন।

এর আগে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের স্পিনাররা। রাবেয়া খান ৪ ওভারে ১৬ রান দিয়ে একাই নিয়েছেন তিন উইকেট। ৪ ওভারে ১৭ রানে দুই উইকেট নিয়েছেন সুলতানা খাতুন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রানে থেমেছে আগে ব্যাটিং করতে নামা ভারত। দলটির পক্ষে ৪১ বলে সর্বোচ্চ ৪০ রান করেছেন অধিনায়ক হারমানপ্রিত কৌর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ নারী দল

বিজ্ঞাপন

বিকেলে বিএনপির যৌথ সভা
২২ এপ্রিল ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর