Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৭ ওভারে ১১৯

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৩ ২১:০৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ ২১:৩৩

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানরা। উইকেট না পেলেও কিপ্টে বোলিং করেছেন স্পিনার নাসুম আহমেদ। সব মিলিয়ে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে বেশিদূর এগুতে দেয়নি বাংলাদেশ।

বৃষ্টির কারণে অনেকক্ষণ খেলা বন্ধ থাকার পর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে। নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রানে থেমেছে আফগানিস্তান। ডিএল ম্যাথডে ১৭ ওভারে জয়ের জন্য ১১৯ রান করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে সিরিজে ১-০তে এগিয়ে আছে বাংলাদেশ। অর্থাৎ আজ জিতলেই সিরিজ বাংলাদেশের।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নতুন বলে গতির ঝড় তুলেছিলেন তাসকিন আহমেদ। প্রথম ওভারেই দারুণ এক শট বলে রহমতউল্লাহ গুরবাজকে ফেরান তাসকিন।

নিজের তৃতীয় ওভারে অপর ওপেনার হযরতউল্লাহ জাজাইকেও ফেরান তাসকিন। তাসকিনের আরেকটা সুইং করে বেড়িয়ে যাওয়া শট বল জাজাইয়ের ব্যাটের কানা ছুয়ে চলে যায় উইকেটরক্ষকের গ্লাফসে। তাসকিন-হাসান মাহমুদদের আগ্রসন থামিয়ে দেয় বৃষ্টি।

আফগানিস্তান ইনিংসের ৭.২ ওভারে বৃষ্টি নামে। দীর্ঘক্ষণ বৃষ্টির পর ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৭ ওভারে। বৃষ্টির পর পূনরায় খেলা শুরু হলে আফগানদের টানছিলেন মোহাম্মদ নবি ও ইব্রাহিম জাদরান। দুজনের কাউকেই অবশ্য ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে ১৬ রান করে মোস্তাফিজুর রহমানের বলে ফিরেছেন নবি। ২৭ বলে ২২ রান করা ইব্রাহিমকে ফিরিয়েছেন সাকিব।

বিজ্ঞাপন

এরপর করিম জানাত ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে একশ পেরিয়েছে আফগানিস্তান। শেষ দিকে ১৫ বলে ১টি করে চার-ছয়ে ২০ রান করেছেন করিম জানাত। আগের ম্যাচে ফিফটি পাওয়া ওমরজাই ২১ বলে ২৫ রান করেছেন।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সাকিবে তিন ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। মোস্তাফিজ দুই উইকেট নিয়েছেন ৩ ওভারে ৩০ রান খরচ করে।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর