Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্বোধনী জুটিতে দলীয় অর্ধশতক

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৩ ২১:৪৫ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ ২২:১৪

সিলেটে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে ১১৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু বাংলাদেশের। উদ্বোধনী জুটিতে ৫ ওভারেই দলীয় অর্ধশতক বাংলাদেশের।

রনি তালুকদারের পরিবর্তে এদিন একাদশে বড় পরিবর্তন আসে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে। উদ্বোধনী জুটিতে লিটন দাসের সঙ্গী করে আফিফ হোসেন ধ্রুবকে পাঠায় বাংলাদেশ। আর পাওয়ার প্লে’তে এই দুই ব্যাটার মিলে দারুণ শুরু এনে দিয়েছে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

১১৯ রান তাড়া করতে নেমে শুরুর দুই বল ডট দেয় বাংলাদেশ। পরের দুই বলে দুটি বাউন্ডারি হাজান লিটন দাস। প্রথম ওভার থেকে আসে ৯ রান। দ্বিতীয় ওভারে বল হাতে আসেন অভিষিক্ত ওফাদার। তার করা প্রথম তিন বলেই বাউন্ডারি হাঁকান লিটন।

তৃতীয় ওভারে বল হাতে আসেন ভয়ংকর মুজিব উর রহমান। ওই ভোয়ার থেকে মাত্র ৫ রান নিতে পারে বাংলাদেশ। এতেই ৩ ওভার শেষে দাঁড়ায় ৩৩ রানের সংগ্রহ।

৪ রান আসে চতুর্থ ওভার থেকে। ফজল হক ফারুকিকে খেলতে বেশ বেগ পোহাতে হয়েছে লিটন দাসকে। তবে মুজিবের করা পরের ওভার থেকে ১৩ রান তুলে পাওয়ার প্লে’র ৫ ওভার থেকে বিনা উইকেটে ৫০ রান তুলে নেয় বাংলাদেশ।

পাওয়ার প্লে শেষেও দুই ওপেনার দেখে শুনেই খেলতে থাকেন। রশিদ খানের ওভার থেকে মাত্র ৪ রান নেন এই দুই ব্যাটার।

এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে বিনা উইকেটে ৫৪ রান। লিটন ৩১ আর আফিফ ১৫ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএস

বাংলাদেশ বনাম আফগানিস্তান লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর