ভারতকে হারিয়ে মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন নারী ক্রিকেটাররা
২৩ জুলাই ২০২৩ ১৮:২৮
ঘরের মাঠে শক্তিশালী ভারত নারী দলের বিপক্ষে দুর্দান্ত একটা সিরিজ খেলল বাংলাদেশ নারী ক্রিকেট দল। শক্তিশালী ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা। নারী ক্রিকেটারদের ৩৫ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন।
এবারের বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ছয় ম্যাচের মধ্যে ভারত জিততে পেরেছে তিন ম্যাচ, বাংলাদেশ জিতেছে দুই ম্যাচ, অন্যটি টাই হয়েছে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হারা বাংলাদেশ জিতেছে শেষ ম্যাচটা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ হারলেও তৃতীয় ম্যাচটা টাই করে ওয়ানডে সিরিজও ১-১ ব্যবধানে টাই করেছে বাংলাদেশ।
সিরিজে ফারজানা হক ইতিহাস গড়েছেন। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন। পারফর্ম করেছেন নিগার সুলতানা, মারুফা আক্তার, রাবেয়া আক্তাররাও। এমন সাফল্যে নারীদের পুরস্কৃত করতে চায় বিসিবি।
রোববার (২৩ জুলাই) টিম হোটেলে নারী ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। ক্রিকেটারদের সঙ্গে দেখা করে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অর্থ পুরস্কারের ঘোষণা দেন পাপন। তিনি বলেন, ‘আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, প্লাস যারা পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সবমিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।’
‘প্রথমদিন ম্যাচটা দেখেছিলাম মাঠে বসে। ওদিনও আমি বলেছিলাম আমি সন্তুষ্ট, খেলা দেখে হতাশ না। বলার পেছনে কারণ ছিল একটাই ভারতের মেয়েদের যে দলটা, আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদের সঙ্গে যেভাবে খেলেছে, খেলাটা আমরা হেরেছি। কিন্তু হতাশ না। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ভারত। ওরা যেমন সুযোগ সুবিধা দেয়, আমরা তেমন দিতে পারি না। এই সিরিজে যে খেলাটা দেখলাম। একটা জিনিস আমরা বলতে পারি, নিঃসন্দেহে সবাই স্বীকার করবে মেয়েরা আপ্রাণ চেষ্টা করছে। তাদের নিবেদনে, কাজের ধরনে কোনো সমস্যা নাই। তাদের অনেকের পারফরম্যান্স ভালো উন্নতি করেছে। এটা চোখে পড়ার মতো।’- যোগ করেছেন পাপন।
সারাবাংলা/এসএইচএস