কানাডায় সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স
২৪ জুলাই ২০২৩ ১৩:৪৫
কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে শুরুটা দুর্দান্ত করেন সাকিব আল হাসান। এরপর দ্বিতীয় ম্যাচেও পারফরম্যান্স ধরে রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দলের জয়ে রাখেন বড় ভূমিকাও। প্রথমে বল হাতে ৪ ওভারে ২৮ রানে ১ উইকেট নেন। এরপর ব্যাট হাতে ২৪ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি।
ব্রাম্পটনে শনিবার রাতে গ্লোবাল টি-টোয়েন্টির ম্যাচে সাকিবের মন্ট্রিয়ল টাইগার্স জিতেছে ৭ উইকেটে। প্রতিপক্ষ মিসিসাগা প্যান্থার্সের করা ১৪০ রান ২৫ বল আগেই পেরিয়ে জিতে যায় সাকিবের দল। ৪ ওভার বল করে ২৮ রানে ১ উইকেট নেওয়ার পর রান তাড়ায় তিনে নেমে ২৪ বলে ৩৬ রানের ইনিংস খেলেন সাকিব।
রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ওয়াসিমকে হারায় মন্ট্রিয়ল। এরপরেই ব্যাট হাতে নামেন সাকিব। আর দ্বিতীয় উইকেটে ৬০ রান যোগ করে এই জুটি। যাতে সাকিবের অবদানই ৩৬। ২৪ বল সামলে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক ৫ চার, ২ ছক্কা মারেন।
সাকিব ফিরলে শেরফান রাদারফোর্ডকে নিয়ে জয়ের কাছে চলে যান লিন। রাদারফোর্ড ২৭ করে থামলেও ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লিন।
প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিবের দল। টম কুপার, ক্রিস গেইলদের ব্যর্থতার দিনে কানাডার নবনীত দালিওয়াল ৪৬, পাকিস্তানি আজম খান ২৬ আর কিউই জিমি নিশামের ৫৪ রানে ভর করে ১৩৯ রান তোলে।
এদিন খেলা ছিল লিটন দাসের সারে জাগুয়ার্সেরও। তবে এই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
সারাবাংলা/এসএস