আসন্ন ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ ক্রিকেট দলে ‘মেন্টর’ হিসেবে পাওয়ার প্রস্তাব করেছিলেন তামিম ইকবাল। অভিমানে হঠাৎ অবসর নিয়ে পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরেছেন তামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে সেই বৈঠকে প্রধানমন্ত্রীকেই মাশরাফিকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পাওয়ার প্রস্তাব দিয়েছিলেন তামিম। বিষয়টি নিয়ে তারপর থেকেই নানান আলোচনা চলছে।
বিসিবির প্রধান নাজমুল হোসেন পাপন বলেছেন, মাশরাফিকে মেন্টর করা হবে কিনা সেটা সময়ই বলে দিবে। মাশরাফিও বেশ কয়েকবার বলেছেন, সময় এলে দেখা যাবে। সাবেক অধিনায়ক হয়তো বিষয়টিতে খুব একটা আগ্রহী নয়! তার একটা ইঙ্গিতও দিয়ে রাখতে চাইলেন বুঝি মাশরাফি!
বুধবার (২৬ জুলাই) ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফি। সেখানে মেন্টর হওয়া ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে মাশরাফি বলেন, ‘মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো…অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। (দলের প্রয়োজনে) সে রকম পরিস্থিতি এলে, সে রকম হলে তখন বলা যাবে। এখন এ মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই।’
প্রস্তাব পেলে বিশ্বকাপে দলের মেন্টর হিসেবে যাবেন কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘(তামিমের চাওয়া মেন্টর হিসেবে) সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেটআপ নেই। আমি আগেও বলেছি, আমার এ রকম কোনো মাইন্ড সেটআপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ, সেটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।’