Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীর্ষে থেকেও বিদায় নিতে হচ্ছে তাসকিনকে

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৩ ১৮:৪৭

সময়টা এখন তাসকিন আহমেদের। জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-টেন লিগে বল হাতে কয়েকদিন যাবত রীতিমতো আগুন ঝড়ালেন তাসকিন। ১০ ওভারের ম্যাচে ব্যাটারদের দিকেই থাকে নজর। সেখানে ডট বল দেওয়াই বড় বিষয়। কিন্তু তাসকিন ম্যাচের পর ম্যাচ ডট বল যেমন দিয়েছেন সঙ্গে উইকেটও নিয়েছেন একের পর এক। তবুও টুর্নামেন্ট ছাড়তে হচ্ছে তাকে।

বাংলাদেশি পেসার দুর্দান্ত পারফর্ম করলেও তার দল সুবিধা করতে পারেনি। টুর্নামেন্টে প্লে-অফ নিশ্চিত করতে পারেনি  তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস। ফলে ফিরতে হচ্ছে আগেভাগেই।

বিজ্ঞাপন

বুলাওয়ে ব্রেভস প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়ার আগে তাসকিনই টুর্নামেন্টের সেরা বোলার। ৭ ম্যাচ খেলে বাংলাদেশি পেসারের উইকেট ১১টি। টুর্নামেন্টে যা সর্বোচ্চ। তাসকিন ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৭.৮৫ করে।

সাত ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচেই উইকেট পাননি তাসকিন। সেই ম্যাচে আবার দুই ওভারে দিয়েছেন মাত্র ৭ রান। একটি ম্যাচে ১১ রানে নিয়েছিলেন ৩ উইকেট।

উল্লেখ্য, কদিন পর থেকে শুরু হতে যাওয়া লংকান প্রিমিয়ার লিগ থেকেও ডাক এসেছে তাসকিন আহমেদের। কিন্তু সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। ফলে অতিরিক্ত ওয়াকর্ডলোডের কথা চিন্তা করে তাসকিনকে লংকান প্রিমিয়ার লিগ খেলার অনুমতি না দেওয়ার চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

সারাবাংলা/এসএইচএস

তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর