দেশে ফিরছেন মুশফিক-তাসকিন, বিকেলে উড়াল দিচ্ছেন আফিফ
৩০ জুলাই ২০২৩ ১৪:০১
কানাডার টি-টোয়েন্টি লিগে খেলছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। বাংলাদেশের অপর ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবও এবার যুক্ত হচ্ছেন কানাডার লিগে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ থেকে ডাক এসেছে বাংলাদেশি তরুণের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পাওয়া আফিফ আজ বিকেলেই উড়াল দিচ্ছেন কানাডার উদ্দেশ্যে। এদিকে, জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-১০ লিগ শেষে দেশে ফিরছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে লিটনের দল সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন আফিফ। অবশ্য দল প্লে-অফে উঠতে না পারলে মাত্র দুটো ম্যাচই খেলার সুযোগ পাবেন আফিফ।
সাকিব আল হাসান খেলছিলেন আসরটির মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। বাংলাদেশ অধিনায়ককে আর দেখা যাবে না কানাডার লিগে। তিনি শ্রীলংকার লংকান প্রিমিয়ার লিগে যোগ দিবেন।
এদিকে জিম্বাবুয়ের জিম-আফ্রো টি-১০ লিগ শেষ হয়েছে। ফলে সেখানে খেলা তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম দেশে ফিরে আসছেন। গতকাল শেষ হয়েছে জিম-আফ্রো টি-১০ লিগ।
সাকিবের সঙ্গে লংকান প্রিমিয়ার লিগে খেলবেন শরিফুল ইসলাম ও তৌহিদ হৃদয়ও। বাংলাদেশের অপর ক্রিকেটার মোহাম্মদ মিঠুন আগেই লংকান লিগ খেলার জন্য দেশ ছেড়েছেন।
এদিকে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাম্প। আগামীকাল থেকে শুরু হবে ফিটনেস ট্রেনিং ক্যাম্প। ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটেও হবে এই ক্যাম্প।
সারাবাংলা/এসএইচএস