Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামাল চতুর্থ, সিদ্দিকুর ২৬তম


১২ মে ২০১৮ ১৭:৩২

সারাবাংলা ডেস্ক ।।

কুর্মিটোলা গলফ কোর্সে তিন লাখ ডলার প্রাইজমানির বাংলাদেশ ওপেনে (এশিয়ান ট্যুরের আসর) পারের চেয়ে ১৪ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন সুইডেনের ম্যালকম কোকোচিনস্কি। বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্লা চতুর্থ হয়ে শেষ করেছেন।

এদিকে, দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান চেনা কোর্সেও আলো ছড়াতে পারেননি। ২৬তম স্থানে থেকে শেষ করেছেন এশিয়ান ট্যুরের এই আসর।

ম্যালকমের শিরোপা জেতার মধ্য দিয়ে বাংলাদেশ ওপেনের চার আসরের সবগুলোর শিরোপাই জিতল বিদেশি গলফাররা।

শনিবার (১২ মে) চতুর্থ ও শেষ রাউন্ডে চারটি বার্ডি ও দুটি বোগি করেন জামাল। সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলে যৌথভাবে চতুর্থ হয়েছেন তিনি। আর চতুর্থ রাউন্ডে একটি করে বার্ডি ও ঈগলের পাশাপাশি চারটি বোগি করা সিদ্দিকুর সব মিলিয়ে পারের চেয়ে ১ শট কম খেলে সাত জনের সঙ্গে যৌথভাবে ২৬তম হয়েছেন।

দেশি গলফারদের মধ্যে পাঁচ জনের সঙ্গে ১৪তম হয়েছেন বাদল হোসেন। শাখাওয়াত হোসেন সোহেল তিন জনের সঙ্গে যৌথভাবে ২২তম হয়েছেন। সজীব আলী যৌথভাবে ৪৮তম, আব্দুল মতিন ৫৮তম, নুর জামাল ও মোহাম্মদ রবিন যৌথভাবে ৬০তম হন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর