কানাডার লিগ খেলা হচ্ছে না আফিফের
স্পোর্টস করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৩ ১৬:৩২
১ আগস্ট ২০২৩ ১৬:৩২
সবকিছুই ঠিকঠাক ছিল। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য গত ৩০ জুলাই দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবর। কিন্তু ভিসা জটিলতার কারণে কানাডার লিগে আর দেখাই যাবে না আফিফকে।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সারে জাগুয়ার্সে খেলার কথা ছিল আফিফের। যেখানে খেলছেন বাংলাদেশের অপর ক্রিকেটার লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন আফিফ। কিন্তু সময়মতো ভিসা পাননি।
এখন ভিসা পেলেও কানাডা গিয়ে মাত্র একটা ম্যাচ খেলতে পারবেন আফিফ। ফলে কানাডায় না যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ আগস্ট) বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। আজ বিসিবিতে মেডিকেল টেস্ট দিতে এসেছিলেন আফিফ। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল যে ক্যাম্প করছেন তাতে যোগ দিবেন আফিফ।
সারাবাংলা/এসএইচএস