Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আক্রান্ত হাসান মাহমুদ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ আগস্ট ২০২৩ ১৮:৪৩ | আপডেট: ১ আগস্ট ২০২৩ ১৮:৪৬

ভাইরাসজনিত মশাবাহী রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। তবে হাসানের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে বাসাতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। প্রথম তিন দিন বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা চলছে ক্রিকেটারদের। হাসানের জ্বর থাকায় তার ডেঙ্গু পরীক্ষা করানো হয়। তাতেই ডেঙ্গু আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞাপন

আগামী ৭ আগস্ট পর্যন্ত ফিটনেস ক্যাম্প চলবে ক্রিকেটারদের। ৮ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প। স্কিল ক্যাম্প শুরু হওয়ার আগে এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা হওয়ার কথা।

আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলের পেস আক্রমণের বড় ভরসা হাসান মাহমুদ। অনেকদিন যাবতই দুর্দান্ত বোলিং করে চলেছেন ২৪ বছর বয়সী তরুণ এই পেসার।

সারাবাংলা/এসএইচএস

হাসান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর