অবশেষে ব্যাট হাসল লিটন কুমার দাসের। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজের প্রথম তিন ম্যাচে লিটনের রান ছিল যথাক্রমে- ৯, ২১, ২৫। স্ট্রাইকরেটও প্রত্যাশিত ছিল না। তবে গতকাল দারুণ এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশি ব্যাটার। তার ৪৫ বলে ৫৯ রানের ইনিংসের কল্যানে ৬ উইকেটের জয় পেয়েছে দল সারে জাগুয়ার্স।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৮ রান তুলেছিল ব্রাম্পটন উলভস। দলটির হয়ে ৩৪ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন নিউজিল্যান্ডের কলিন ডি গ্র্যান্ডহোম। রান তোলাটা সহজ ছিল না ওই পিচে। পরে সারে জাগুয়ার্সের ব্যাটিংয়েও সেটা ফুটে উঠেছে।
জবাব দিতে নেমে ২১ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে লিটনের দল। এরপর তিনে নামা লিটনের সঙ্গে সারে জাগুয়ার্সের অধিনায়ক ইফতিখার আহমেদের ৭৭ রানে ৯৯ রানের ম্যাচজয়ী একটা জুটি হয়েছে। এই জুটিতে লিটনের অবদান ৩৭ বলে ৫৩ রান।
ব্যাটিংয়ে নেমে লিটনের শুরুটা অবশ্য ছিল রয়েসয়ে। প্রথম পাঁচ বল থেকে রান তুলতে পারেননি। তবে সময় বাড়ার সাথে সাথে নিজেকে মেলে ধরেছেন। দারুণ একট চার হাঁকিয়ে ৪০ বলে ফিফটি পূর্ণ করেছেন লিটন। ৩টি চার এবং ৩টি ছয়ে ৪৫ বলে লিটন যখন ৫৯ রান করে ফিরছিলেন তখন জয়ের জন্য সারে জাগুয়ার্সের প্রয়োজন ছিল ১৬ বলে মাত্র ৯ রানের।
এই রান তুলে নিতে অসুবিধা হয়নি দলটির। কার্যকারী ইনিংসটির জন্য ম্যাচসেরার পুরস্কার উঠেছে লিটনের হাতেই।