Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে বেছে নেওয়ায় ক্ষোভ পাকিস্তানের


১৮ ডিসেম্বর ২০১৭ ১৫:২৫

সারাবাংলা ডেস্ক

এ বছরের জুনে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য হয় আফগানিস্তান। টেস্ট মর্যাদা পাওয়া যুদ্ধবিধ্বস্ত দেশটি তাদের প্রথম পাঁচ দিনের ম্যাচ খেলবে ২০১৮ সালে। বাংলাদেশের মতো আফগানিস্তানের টেস্ট অভিষেকও হচ্ছে ভারতের বিপক্ষে।

বিসিসিআই গভর্নিং বডির সভা শেষে কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী জানান, ‘২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্ট খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে ভারত-আফগানিস্তানের সম্পর্কের ইতিহাসকে মাথায় রেখে, আফগানিস্তানের প্রথম টেস্ট ম্যাচ ভারতে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

বিসিসিআই এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের(এসিবি) যৌথ সংবাদ সম্মেলনে খুব শিগগিরই ভারতে ম্যাচের তারিখ ও ভেন্যু ঘোষনা করা হবে। আফগানিস্তান চতুর্থ দল যারা ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলবে।

আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মার্শাল, সিইও শফিকউল্লাহ স্তানিকজাই মুম্বাইয়ে বিসিসিআই প্রধান নির্বাহি রাহুল জোহরির সঙ্গে সাক্ষাৎ করে ভারতের বিপক্ষে খেলার জন্য অনুরোধ করেন। জোহরি জানান, ‘এসিবি তাদের প্রথম টেস্ট খেলার জন্য আমাদের কাছে অনুরোধ করেছে। বিসিসিআই তাতে সম্মত হয়েছে।’

তাতে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান শাহরিয়ার খান। তিনি জানান, ‘আমি এটা মেনে নিতে পারছি না। কারণ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কটা সব সময়ই ভালো। আমি ভেবেছিলাম তারা আমাদের বিপক্ষেই অভিষেক টেস্টটা খেলবে। এটা দুই দেশের জন্যই হতো ঐতিহাসিক টেস্ট। কিন্তু আফগানদের ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত দুই দেশকেই বঞ্চিত করলো।’

বিজ্ঞাপন

৮৩ বছর বয়সী শাহরিয়ার খান আরও জানান, ‘আমাদের সঙ্গে তারা খেলতে চাইলে আমরা সেটা আয়োজন করতে পারতাম। কিন্তু আফগান ক্রিকেট বোর্ড পলিটিক্যালি কিছু মেনে চলতে গিয়ে ভারতকে বেছে নিয়েছে। এটাই বাস্তবতা। এটার কিন্তু কোনো মানে ছিল না। পাকিস্তানিরা আফগানিস্তানের কাছ থেকে এমনটা আশা করেনি। তারপরও আমরা আফগানদের জন্য আগাম শুভেচ্ছা জানাই। তাদের ক্রিকেটের নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে।’

গত জুনে আফগানিস্তানের পাশাপাশি আয়ারল্যান্ডও টেস্ট মর্যাদা লাভ করে। আগামী মে মাসে পাকিস্তানের বিপক্ষে নিজ মাঠে অভিষেক টেস্ট খেলবে আয়ারল্যান্ড। প্রথমে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের অভিষেক টেস্ট খেলার কথা ছিল। আর জিম্বাবুয়ে আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের সঙ্গে খেলার কথা ছিল। তবে বিশ্বকাপ প্রস্তুতিতে মনযোগ দিতে সম্প্রতি সেই ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় জিম্বাবুয়ে।

সারাবাংলা/এমআরপি/১৮ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর