Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তামিমের অধিনায়কত্ব ছাড়া বিসিবির জন্য অস্বস্তির নয় তবে ধাক্কা’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৩ ১৮:৪০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন ও বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে আলোচনা করে ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। সামনেই এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো দুটি বড় টুর্নামেন্ট। বিসিবির চাওয়া এমন একজনকে পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হোক যিনি দুই টুর্নামেন্টেই নেতৃত্ব দিবেন।

এদিকে এশিয়া কাপ শুরু হতে বেশি সময় নেই। ফলে অল্পদিনের মধ্যেই নতুন অধিনায়ক খুঁজে বের করতে হবে। তবে এসব নিয়ে বোর্ডে কোনো অস্বস্তি নেই বললেন বোর্ড পরিচালক ও ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক। তবে বিশ্বকাপের কিছু আগে তামিমের অধিনায়কত্ব ছাড়া যে বোর্ডের ধাক্কা সেটা স্মরণ করেছেন তিনি।

শনিবার (৫ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মল্লিক বলেন, ‘(অধিনায়ক ঠিক করা নিয়ে) না! (বিসিবিতে) কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা।’

নতুন অধিনায়ক নির্বাচনে অনেকের সঙ্গে বোর্ড সভাপতিও কাজ করছেন বলেছেন তিনি, ‘উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’

সারাবাংলা/এসএইচএস

তামিম ইকবাল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর