Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরবর্তী অধিনায়ক হিসেবে সাকিবকে পাপনের ‘অবভিয়াস চয়েস’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ আগস্ট ২০২৩ ২৩:৩৫

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের পদটা এই ‍মুহূর্তে শূন্য। বোর্ডের সঙ্গে আলোচনা করে একদিন আগে অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন তামিম ইকবাল। সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। ফলে নতুন অধিনায়ক নির্বাচনে অনেক কিছুই ভাবতে হচ্ছে বিসিবিকে। পরবর্তী অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সাকিব আল হাসানের নাম। বর্তমান ওয়ানডে দলের সহ-অধিনায়ক লিটন কুমার দাসের নামও একটু-আধটু উচ্চারণ হচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন জানিয়ে দিলেন, তার প্রথম পছন্দ সাকিব।

বিজ্ঞাপন

বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সাকিব অধিনায়ক হলেই ভালো মনে করছেন বিসিবি সভাপতি। অবশ্য লম্বা সময়ের জন্য যদি কাউকে অধিনায়ক করার চিন্তা করা হয় সেক্ষেত্রে সাকিব কতোদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন সেটা একটা ভাবনার বিষয়। তবে লিটনকে বেছে নিলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে চাপ সামলাতে পারবেন কিনা সেটাও ভাবনার।

তাড়াহুড়া না করে সঠিক সিদ্ধান্ত নিতে সবার সঙ্গে পরামর্শ করা হচ্ছে বলেছেন বিসিবি সভাপতি। আজ শনিবার (৫ আগস্ট) ধানমন্ডির আবাহনী মাঠে বঙ্গবন্ধু তনয় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পাপন।

পরবর্তী অধিনায়ক প্রশ্নে বিসিবি বস বলেছেন, ‘একটু সময় নিয়ে চিন্তা করতে হবে। আগেও যেটা বলেছি, যদি একটা সিরিজ হতো, তাহলে যে সহ-অধিনায়ক, তাকে দিয়ে চালিয়ে দেওয়া যেত। কিন্তু আমাকে এখন লম্বা সময়ের চিন্তা করতে হবে। দুটি সমস্যা, একটা লং টার্ম চিন্তা করতে গেলে এক রকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম নয়। এটা এত সহজ না। আমি একজন নতুন কাউকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কি না, এটা এক নম্বর। আবার যদি লং টার্ম চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানাব, দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লং টার্ম হবে কীভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।’

সব দিক বিবেচনায় প্রথমে যে সাকিবের নামই অসছে সেটাই বললেন পাপন। তিনি বলেন, ‘সাকিবের নাম আসা তো অবভিয়াসই। এটা তো অবভিয়াস চয়েস।’

তবে সাকিবকে বেছে নেওয়ার ক্ষেত্রে  একটা ভাবনার বিষয়ও আছে। সাকিব আর কতোদিন খেলবেন সেটা একটা ভাবনার বিষয়। পাপন বলেন, ‘আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নিই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’

বিজ্ঞাপন

সবার সঙ্গে আলোচনা করে সেরা সিদ্ধান্তটা নিতে চান বলেছেন বিসিবি বস, ‘এখন পর্যন্ত চয়েস ঠিক করিনি। কারণ ঠিক করার আগে ওদের সঙ্গেও কথা বলতে হবে। অনেক সময় অনেক প্লেয়ারকে বললে, সে নাও রাজি হতে পারে।’

‘আপনি যদি লিটনের কথা চিন্তা করেন, তাহলে এটাও খুব সহজ। দ্বিপাক্ষিক সিরিজ এক জিনিস, বিশ্বকাপ এক জিনিস। ওইটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব। আমরা সবদিক বিবেচনা করেই সিদ্ধান্তটা নিতে চাই। তাড়াহুড়ো করে নিতে চাই না। সবার সঙ্গে কথা বলেই নেব। যেটা ভালো মনে হয় সেটাই করার চেষ্টা করা হবে।’- যোগ করেছেন তিনি।

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন পাপন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর