Monday 04 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৭ আগস্ট ২০২৩ ১৫:১৬

সামনেই এশিয়ান কাপ এবং বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের খেলা বাংলাদেশের। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরের শুরুতে ঘরের মাঠেই এই দুটি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। তবে ঠিক কোথায় ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে তা এখনো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

সোমবার এক ভিডিও বার্তায় শুধু ম্যাচ দুটি চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের উইন্ডোতে আমরা আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলব। ম্যাচ দুটি ৪ ও ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমরা শিগগিরই ভেন্যু সম্পর্কে জানাতে পারব। আগামী অক্টোবরে বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্ব আছে, তারই প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের সঙ্গে এই ফিফা প্রীতি ম্যাচ দুটি খেলছি আমরা।’

এই ম্যাচ আয়োজনের জন্য প্রাথমিকভাবে তিনটি ভেন্যু বিকল্প হিসেবে বিবেচনা করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সিলেটের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামেও ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ভেন্যু নিয়ে সিদ্ধান্তহীনতার কারণ মূলত সিলেটের পরিবর্তে চট্টগ্রামকে হোস্টিং ভেন্যু হিসেবে পছন্দ করেছে খেলোয়াড়রা। এছাড়া বসুন্ধরা কিংস এরিনা, যা শীঘ্রই এএফসি অনুমোদন পেতে পারে, বিকল্প হিসাবে রাখা হয়েছে।

এদিকে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান ফুটবল দল। ম্যাচ দুটি খেলার আগে এখানে এক সপ্তাহব্যাপী ক্যাম্প করবে ফিফা র‍্যাংকিংয়ের ১৫৭তম স্থানে থাকা দলটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

জামাল ভুঁইয়া ফিফা প্রীতি ম্যাচ বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বনাম আফগানিস্তান

বিজ্ঞাপন

রেকর্ড বাড়ার পর কমলো সোনার দাম
৪ নভেম্বর ২০২৪ ২১:২৬

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
৪ নভেম্বর ২০২৪ ২০:৫৭

মঙ্গলবার থেকে যাওয়া যাবে সাজেক
৪ নভেম্বর ২০২৪ ২০:৪২

আরো

সম্পর্কিত খবর